ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘আ’লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • / ৩৭১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারে বসে কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার রাজধানীর এলিফেন্ট রোডে ডেঙ্গুর সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, যেসব পুলিশ কর্মকর্তা নির্বিচারে গুলি চালিয়েছে ছাত্র-জনতার ওপর, তাদের বহাল তবিয়তে রাখা হয়েছে। ক্ষমতা হারানোর পর ভারতে বসে নেতাকর্মীদের ধ্বংসাত্মক নির্দেশ দিয়ে শেখ হাসিনা এখন প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী দাবি করেন, হিসাব করে দেখা গেছে দেশে ঋণ রয়েছে ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকা। আর বিদেশে পাচার হয়েছে ১৭ লাখ কোটি টাকা। এতে বোঝা যায় কতবড় দুর্বৃত্তদের শাসন ছিল। সেই দুর্বৃত্তরা পালিয়ে গিয়ে মাঝে-মধ্যে নানাদিক থেকে আওয়াজ তুলছে। শেখ হাসিনা বলছেন— বর্তমান অন্তর্বর্তী সরকার আর ১ মাসের বেশি টিকবে না।

রিজভী বলেন, যেসব পুলিশ কর্মকর্তারা মানুষকে গুম-খুন করেছে, মানুষকে পঙ্গু করেছে, তাদের এখনও ট্রেনিং দেওয়া হচ্ছে। কাউকে মিরপুর, কাউকে গুলিস্তান, কাউকে গুলশান রাখা হয়েছে। প্রায় দেড় হাজার শিশু-কিশোরের রক্তের ওপর দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। তারা যদি এই পন্থা অবলম্বন করে তাহলে দেশকে এক ভয়ানক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। আমরা বিভিন্নভাবে দেখছি, নানা কায়দায় এই সরকার তাদের পুনর্বাসন করছে।

বিএনপির এই নেতা বলেন, কাতারের একজন রাষ্ট্রদূত ছিলেন, তিনি কাতারের কারও মেয়াদ শেষ হলে নবায়ন করতেন না। কারণ মধ্যপ্রাচ্যে যারা থাকতেন তারা অধিকাংশ বিএনপির সমর্থক। তাদের তিনি নানাভাবে হয়রানি করেছেন। তাদের মেয়াদ নবায়ন করতো না, যাতে কাতার সরকার দেশে পাঠিয়ে দিতে পারেন। সেই লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তাহলে আজকে অন্তর্বর্তীকালীন সরকার কাদের পুনর্বাসন করছে? যারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, শহীদের লাশকে অপবিত্র করছে তাদের? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসকে এগুলো দেখতে হবে। কারা কাতারের এই রাষ্ট্রদূতকে পররাষ্ট্র সচিব বানাচ্ছে।

এসময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

‘আ’লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার’

আপডেট সময় : ০৩:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

অন্তর্বর্তী সরকারে বসে কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার রাজধানীর এলিফেন্ট রোডে ডেঙ্গুর সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, যেসব পুলিশ কর্মকর্তা নির্বিচারে গুলি চালিয়েছে ছাত্র-জনতার ওপর, তাদের বহাল তবিয়তে রাখা হয়েছে। ক্ষমতা হারানোর পর ভারতে বসে নেতাকর্মীদের ধ্বংসাত্মক নির্দেশ দিয়ে শেখ হাসিনা এখন প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী দাবি করেন, হিসাব করে দেখা গেছে দেশে ঋণ রয়েছে ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকা। আর বিদেশে পাচার হয়েছে ১৭ লাখ কোটি টাকা। এতে বোঝা যায় কতবড় দুর্বৃত্তদের শাসন ছিল। সেই দুর্বৃত্তরা পালিয়ে গিয়ে মাঝে-মধ্যে নানাদিক থেকে আওয়াজ তুলছে। শেখ হাসিনা বলছেন— বর্তমান অন্তর্বর্তী সরকার আর ১ মাসের বেশি টিকবে না।

রিজভী বলেন, যেসব পুলিশ কর্মকর্তারা মানুষকে গুম-খুন করেছে, মানুষকে পঙ্গু করেছে, তাদের এখনও ট্রেনিং দেওয়া হচ্ছে। কাউকে মিরপুর, কাউকে গুলিস্তান, কাউকে গুলশান রাখা হয়েছে। প্রায় দেড় হাজার শিশু-কিশোরের রক্তের ওপর দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। তারা যদি এই পন্থা অবলম্বন করে তাহলে দেশকে এক ভয়ানক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। আমরা বিভিন্নভাবে দেখছি, নানা কায়দায় এই সরকার তাদের পুনর্বাসন করছে।

বিএনপির এই নেতা বলেন, কাতারের একজন রাষ্ট্রদূত ছিলেন, তিনি কাতারের কারও মেয়াদ শেষ হলে নবায়ন করতেন না। কারণ মধ্যপ্রাচ্যে যারা থাকতেন তারা অধিকাংশ বিএনপির সমর্থক। তাদের তিনি নানাভাবে হয়রানি করেছেন। তাদের মেয়াদ নবায়ন করতো না, যাতে কাতার সরকার দেশে পাঠিয়ে দিতে পারেন। সেই লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তাহলে আজকে অন্তর্বর্তীকালীন সরকার কাদের পুনর্বাসন করছে? যারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, শহীদের লাশকে অপবিত্র করছে তাদের? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসকে এগুলো দেখতে হবে। কারা কাতারের এই রাষ্ট্রদূতকে পররাষ্ট্র সচিব বানাচ্ছে।

এসময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।