ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পরামর্শের ভিত্তিতে গঠন হবে গণমাধ্যম সংস্কার কমিশন : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • / ৩৬৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের কোনো সুযোগ নেই। ওয়েজ বোর্ডসহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। আজ সোমবার (৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কী ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে। এই সময়ে ইলেকট্রনিক মিডিয়া কোনোকিছুই প্রচার করেনি বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে না সে সব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। নানামুখী স্টেকহোল্ডারদের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে। ওয়েজবোর্ডসহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। দাসসুলভ আচরণের সুযোগ নেই। সাংবাদিক সংগঠনগুলোর সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে।’

তথ্য উপদেষ্টা আরও বলেন, সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত করা এবং এ পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে হবে।

গণমাধ্যম তার পূর্বের মর্যাদা হারাচ্ছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এবারের গণঅভ্যুত্থানে শাট ডাউনের সময়ে ইলেকট্রনিক মিডিয়াগুলো কি ধরনের ভূমিকা পালন করেছে সেটি সবার জানা, এমন ভূমিকার জবাবদিহিতার প্রয়োজন আছে বলেও বলেন তিনি।

নব্বইয়ের গণঅভ্যুত্থানে সাংবাদিকরা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও জুলাই বিপ্লবে সাংবাদিকদের প্রাতিষ্ঠানিক কোন প্রতিরোধ না থাকার সমালোচনা করে তিনি বলেন সাংবাদিক সংগঠনগুলো সাংবাদিকদের প্রকৃত স্বার্থ নিয়ে কাজ করা উচিৎ। মুক্ত গণমাধ্যমের জন্য পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মিডিয়া তালিকাভুক্ত পত্রিকার প্রচার তালিকায় স্বচ্ছতা নির্ধারণে কাজ করবে সরকার।

নিউজটি শেয়ার করুন

পরামর্শের ভিত্তিতে গঠন হবে গণমাধ্যম সংস্কার কমিশন : তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৩:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের কোনো সুযোগ নেই। ওয়েজ বোর্ডসহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। আজ সোমবার (৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কী ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে। এই সময়ে ইলেকট্রনিক মিডিয়া কোনোকিছুই প্রচার করেনি বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে না সে সব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। নানামুখী স্টেকহোল্ডারদের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে। ওয়েজবোর্ডসহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। দাসসুলভ আচরণের সুযোগ নেই। সাংবাদিক সংগঠনগুলোর সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে।’

তথ্য উপদেষ্টা আরও বলেন, সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত করা এবং এ পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে হবে।

গণমাধ্যম তার পূর্বের মর্যাদা হারাচ্ছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এবারের গণঅভ্যুত্থানে শাট ডাউনের সময়ে ইলেকট্রনিক মিডিয়াগুলো কি ধরনের ভূমিকা পালন করেছে সেটি সবার জানা, এমন ভূমিকার জবাবদিহিতার প্রয়োজন আছে বলেও বলেন তিনি।

নব্বইয়ের গণঅভ্যুত্থানে সাংবাদিকরা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও জুলাই বিপ্লবে সাংবাদিকদের প্রাতিষ্ঠানিক কোন প্রতিরোধ না থাকার সমালোচনা করে তিনি বলেন সাংবাদিক সংগঠনগুলো সাংবাদিকদের প্রকৃত স্বার্থ নিয়ে কাজ করা উচিৎ। মুক্ত গণমাধ্যমের জন্য পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মিডিয়া তালিকাভুক্ত পত্রিকার প্রচার তালিকায় স্বচ্ছতা নির্ধারণে কাজ করবে সরকার।