সাকিবের দেশের মাটিতে অবসরের খুব ভালো সম্ভাবনা আছে: বিসিবি সভাপতি
- আপডেট সময় : ১১:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ৩৭২ বার পড়া হয়েছে
বাংলাদেশের হয়ে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট মিরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব আল হাসান। তবে তা নিয়ে ছিল অনেক অনিশ্চয়তা। বাংলাদেশের এই অলরাউন্ডারের শেষ টেস্ট নিয়ে এবার আশার বাণী শুনিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিবের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই সাকিবের আর দেশের মাটিতে ক্রিকেট খেলা নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই ভারতের বিপক্ষে কানপুরে সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষটা দেখে ফেলেছেন।
তবে আজ মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি সাকিবের বাংলাদেশের মাটিতে অবসর নেওয়ার ব্যাপারে ইতিবাচক এক মন্তব্য করেছেন। মিরপুরে গণমাধ্যমে আলাপকালে সাকিব ইস্যুতে ফারুক আহমেদ বলেন, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছে। তার খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসরে যাওয়ার।’
টেস্টে বাংলাদেশের এর পরের সিরিজটিই দেশের মাটিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। সাকিবের নিরাপত্তার ব্যাপারে অবশ্য সবুজ সংকেত নিজে দিতে পারছেন না বোর্ড সভাপতি।
সে দায়িত্ব সরকারের হাতে ছেড়ে দিয়ে ফারুক আহমেদ বলেন, ‘লিগ্যালটা তো আমি বলতে পারব না। আমার কথা হলো সর্বোচ্চ পর্যায় থেকে, আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, উপদেষ্টা আছে তারা সিদ্ধান্ত নেবে তার সামগ্রিক দায়িত্ব নেওয়ার। আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতর ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন করতে যাবে; এই দায়িত্ব নেওয়াটা তো খুব সহজ। এটা আমরা নিতে পারব।’