ইসরায়েলি বাহিনী নতুন করে লেবাননের বৈরুত এবং পূর্ব ও দক্ষিণ অংশে বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময়ে মঙ্গলবার সকালে বৈরুত এবং পূর্ব ও দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল।
এনএনএ-এর তথ্য অনুসারে, বৈরুতে, দাহিয়েহের দক্ষিণ উপকণ্ঠে তাহভিতাত আল-গাদির এলাকায় বিমান আঘাত হেনেছে। এছাড়া, পূর্ব বালবেকে, ইসরায়েলি জেট বিমানগুলি আবাসিক ভবন এবং অন্যান্য অবকাঠামোতে বোমাবর্ষণ করেছে।
অন্যদিকে দেশটির দক্ষিণে, টায়ার জেলার গ্রাম ও শহরগুলির পাশাপাশি নাবাতিহের আরব সেলিম গ্রামে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি জেট বিমানগুলি। সূত্র: আল জাজিরা