দেশের রিজার্ভ প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ৩৭৭ বার পড়া হয়েছে
৮ অক্টোবর শেষে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৪.৯৭ বিলিয়ন মার্কিন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ১৯.৮৩ বিলিয়ন মার্কিন ডলার। আজ (বুধবার, ৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এরআগে গত ২ অক্টোবর গ্রোস রিজার্ভ ছিল ২৪.৭৭ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ১৯.৭৬ বিলিয়ন ডলার। সে হিসাবে ছয় দিনে রিজার্ভ দশমিক ২ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার বেড়েছে।
এদিকে গত ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ১৯.৫৬ বিলিয়ন ডলার। আর গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ ২৪ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।
গত ২৯ আগস্ট বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। একই সময়ে গ্রস রিজার্ভ ছিল ২৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।