‘নির্বাচন ব্যবস্থাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে’

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ৪০৭ বার পড়া হয়েছে

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচন কমিশন ভবনে আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে। বুধবার বিকেলে নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সাতজন সদস্য বৈঠক করার জন্য যান। এসময় নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, সংস্কার কমিশনের জন্য প্রস্তুত করা অফিস কক্ষ ও মিটিং রুম সদস্যদের নিয়ে পরিদর্শন করেন। সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি ছাড়া বাকি সবাই এসময় উপস্থিত ছিলেন।
পরে সভা কক্ষে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন সদস্যরা। বৈঠকের আগে সাংবাদিকদের সাথে সদস্যদের পরিচয় করিয়ে দেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। এসময় তিনি বলেন, রাজনৈতিক দলসহ অংশীজনদের কাছ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কারে প্রস্তাব নেয়া হবে। নির্বাচন ব্যবস্থা একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চান বলেও জানান তিনি।