শুভ প্রবারণায় কঠিন চীবর দান অনুষ্ঠান যাতে ভালোভাবে হয়, সেজন্য সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, সেখানে নিরাপত্তার কোনো সংকট নেই। যে সহযোগিতা তারা চাইবে সব ধরনের সহায়তা দেয়া হবে।
আজ বুধবার (৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নেতাদের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, পাহাড়ে নিরাপত্তার কোনো সংকট নেই। যে আইন ভঙ্গ করার চেষ্টা করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিছু সংখ্যক লোক পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এসময় বুদ্ধিস্ট ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া বলেন, বৌদ্ধদের শুভ প্রবরণায় কঠিন চীবর দান অনুষ্ঠান করা হবে। যদিও একটি পক্ষ কঠিন চীবর দান না করার ঘোষণা দিয়েছে। পূজা-পার্বণ এলে আতঙ্ক বোধ করে বৌদ্ধসহ সংখ্যালঘুরা। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই আশ্বাস দিয়েছে।
আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ধর্মমিত্র মহাথেরো বলেন, ধর্মীয় অনুষ্ঠান বিনা বাধায় করতে চাই। কঠিন চীবর দান পালন করতে চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তার আশ্বাস দিয়েছে।