স্পেনকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহবান প্রধান উপদেষ্টার
- আপডেট সময় : ১১:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ৩৫৮ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে স্পেনেকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। দেশে দীর্ঘদিনের লুটপাটের পর এসব প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
বুধবার প্রধান উপদেষ্টার সাথে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্টিয়াগা তাকে ঢাকায় তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহবান জানান।
এসময় রাষ্ট্রদূত জানতে চান, স্পেন তাদের নিজস্ব অভিজ্ঞতা ব্যবহার করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার উদ্যোগে সহায়তা করতে পারে কিনা।
প্রধান উপদেষ্টা স্পেনের এই প্রস্তাবের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যে সংস্কার করার চেষ্টা করছে, সেখানে যে কোনো ধরনের সহযোগিতা দেশটি স্বাগত জানাবে।
“স্পেন আমাদের অনেকভাবে সহায়তা করতে পারে। তারা এখানে আরও বিনিয়োগ আনতে পারে এবং আমাদের গার্মেন্টস পণ্যের আমদানি বাড়াতে পারে,” রাষ্ট্রদূতকে বলেন প্রধান উপদেষ্টা।
“আমাদের উন্নয়ন খাতে স্পেন থেকে কিছু সহযোগিতা পাওয়াও সহায়ক হবে,” তিনি যোগ করেন।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বর্তমানে প্রায় ৬০,০০০ বাংলাদেশি স্পেনে কর্মরত রয়েছেন। তিনি দেশটির প্রতি বাংলাদেশের টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল উভয় খাতে আরও শ্রমিক নিয়োগের আহ্বান জানান।
রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কাছে স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের একটি চিঠি হস্তান্তর করেন, যেখানে তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানানো হয়েছে।
তিনি স্পেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে ২০২৫ সালের ৩০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে স্পেন সফরের আমন্ত্রণও জানান।
প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্পেনের রানী সোফিয়ার কাছে তার শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান এবং তার বাংলাদেশ সফরের সময় রানীর সঙ্গে তার স্মৃতিচারণ করেন।
তিনি রানীকে আবারও বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।