৫ বছর আগের মামলায় খালাস পেলেন ফখরুল–খসরু–রিজভী
- আপডেট সময় : ০১:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ৩৬৭ বার পড়া হয়েছে
পাঁচ বছর আগে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এই আদেশ দেন। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন আসামীপক্ষের আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেজবাহ এবং মো. জাকির হোসেন জুয়েল।
মামলার এজহার থেকে জানা যায়, ইলেক্ট্রিক ডিভাইসের মাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানি দেওয়ার অভিযোগে ২০১৮ সালের ১৬ আগষ্ট রাজধানীর তেঁজগাও থানার আমলী আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেজবাহ জানান, মিথ্যা অভিযোগে শুধু হায়রানি উদ্দেশে মামলাটি করা হয়। আজ মামলার চার্জের জন্য দিন ধার্য ছিল। দীর্ঘদিন ধরে মামলার বাদী আদালতে উপস্থিতি না হওয়ায় আদালত আসামিদের খালাস দিয়েছেন।