ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘দেশের কেউ বাংলাদেশ দলের প্রধান কোচ হওয়ার যোগ্য নন’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / ৩৭২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজে ধারাভাষ্য দিতে তামিম ইকবাল বর্তমানে ভারতে আছেন। সেখানকার স্থানীয় গণমাধ্যম স্পোর্টস স্টাররকে দেয়া সাক্ষাতকারে বাংলাদেশের ক্রিকেটের অনেক বিষয় নিয়ে তামিম ইকবাল কথা বলেছেন।

ওই সাক্ষাতকারে এক প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেছেন দেশের কেউ বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হওয়ার মতো যোগ্য নন। এই মূহুর্তে যে দুই তিনজন আছেন তারা সহকারী কোচ হতে পারেন। তামিম বলেন, তিনি বিশ্বাস করেন না তারা কেউ জাতীয় দলের কোচ হওয়ার মতো যোগ্যতা রাখেন।

বাংলাদেশের কোচিং স্টাফে ৭০:৩০ অনুপাত থাকা উচিত। প্রধান কোচ হিসেবে একজন বিদেশি এবং তার সঙ্গে আরও দুই-তিনজন বিদেশি থাকতে পারেন। বাকি ৭০ শতাংশ সহকারী কোচের পদে দেশিদের থাকা উচিত। অ্যাপ্রোচ হওয়া উচিত স্থানীয় কোচরা যাতে শিখতে পারেন। তাতে করে তারা ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে পারবেন বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল।

বর্তমানে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আছেন শ্রীলঙ্কান চণ্ডিকা হাথুরুসিংহে। তার সঙ্গে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি বিসিবির। তবে দেশে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর বদলে যাওয়া দৃশ্যপটে ততদিন তিনি থাকবেন কিনা নিশ্চিত না। হাথুরুসিংহেকে নিয়োগ দিয়েছিলেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্ষমতার পট পরিবর্তনে বিসিবির সভাপতি এখন ফারুক আহমেদ। যিনি আবার হাথুরুসিংহের বিরুদ্ধে সোচ্চার ছিলেন নানা সময়ে।

এক সময়ের বন্ধু, জাতীয় দলে সতীর্থ সাকিব আল হাসানের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেছেন তামিম ইকবাল। দেশের দুই ক্রিকেটারের সম্পর্কের অবনতি না হলে ক্রিকেটের জন্য আরও ভালো হতো কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘হ্যাঁ অবশ্যই, নিঃসন্দেহে। আমি বিশ্বাস করি, যদি আমাদের সুসম্পর্কটা দীর্ঘস্থায়ী হতো, তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য গেম-চেঞ্জার হিসেবে কাজ করত। আমরা দেশের জন্য অনেক দারুণ কিছু করেছি। দুজনেরই ইতিবাচক মানসিকতা ছিল। বাংলাদেশ ক্রিকেটের জন্য সেরাটাই করতে চেয়েছি।

সাকিবকে বড় তারকা অ্যাখা দিয়ে তামিম বলেন, ‘সম্পর্ক ওঠানামার মধ্য দিয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাকে নিশ্চিত করতে হবে যে কেউ কাউকে আঘাত করবেন না। শেষ পর্যন্ত আপনারা তো দেশের জন্যই খেলছেন। আমি কোনো গণমাধ্যমে বা সরাসরি সাকিবকে নিয়ে কিছু বলিনি। কারও সম্পর্কেই বলিনি। যা হোক, অবশ্যই বিশ্বাস করি, সাকিব বাংলাদেশের জন্য যা করেছে, অসাধারণ। সম্পর্ক যেমনই থাকুক, ওটা অস্বীকার করা যাবে না। সে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা।

নিউজটি শেয়ার করুন

‘দেশের কেউ বাংলাদেশ দলের প্রধান কোচ হওয়ার যোগ্য নন’

আপডেট সময় : ১১:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজে ধারাভাষ্য দিতে তামিম ইকবাল বর্তমানে ভারতে আছেন। সেখানকার স্থানীয় গণমাধ্যম স্পোর্টস স্টাররকে দেয়া সাক্ষাতকারে বাংলাদেশের ক্রিকেটের অনেক বিষয় নিয়ে তামিম ইকবাল কথা বলেছেন।

ওই সাক্ষাতকারে এক প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেছেন দেশের কেউ বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হওয়ার মতো যোগ্য নন। এই মূহুর্তে যে দুই তিনজন আছেন তারা সহকারী কোচ হতে পারেন। তামিম বলেন, তিনি বিশ্বাস করেন না তারা কেউ জাতীয় দলের কোচ হওয়ার মতো যোগ্যতা রাখেন।

বাংলাদেশের কোচিং স্টাফে ৭০:৩০ অনুপাত থাকা উচিত। প্রধান কোচ হিসেবে একজন বিদেশি এবং তার সঙ্গে আরও দুই-তিনজন বিদেশি থাকতে পারেন। বাকি ৭০ শতাংশ সহকারী কোচের পদে দেশিদের থাকা উচিত। অ্যাপ্রোচ হওয়া উচিত স্থানীয় কোচরা যাতে শিখতে পারেন। তাতে করে তারা ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে পারবেন বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল।

বর্তমানে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আছেন শ্রীলঙ্কান চণ্ডিকা হাথুরুসিংহে। তার সঙ্গে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি বিসিবির। তবে দেশে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর বদলে যাওয়া দৃশ্যপটে ততদিন তিনি থাকবেন কিনা নিশ্চিত না। হাথুরুসিংহেকে নিয়োগ দিয়েছিলেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্ষমতার পট পরিবর্তনে বিসিবির সভাপতি এখন ফারুক আহমেদ। যিনি আবার হাথুরুসিংহের বিরুদ্ধে সোচ্চার ছিলেন নানা সময়ে।

এক সময়ের বন্ধু, জাতীয় দলে সতীর্থ সাকিব আল হাসানের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেছেন তামিম ইকবাল। দেশের দুই ক্রিকেটারের সম্পর্কের অবনতি না হলে ক্রিকেটের জন্য আরও ভালো হতো কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘হ্যাঁ অবশ্যই, নিঃসন্দেহে। আমি বিশ্বাস করি, যদি আমাদের সুসম্পর্কটা দীর্ঘস্থায়ী হতো, তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য গেম-চেঞ্জার হিসেবে কাজ করত। আমরা দেশের জন্য অনেক দারুণ কিছু করেছি। দুজনেরই ইতিবাচক মানসিকতা ছিল। বাংলাদেশ ক্রিকেটের জন্য সেরাটাই করতে চেয়েছি।

সাকিবকে বড় তারকা অ্যাখা দিয়ে তামিম বলেন, ‘সম্পর্ক ওঠানামার মধ্য দিয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাকে নিশ্চিত করতে হবে যে কেউ কাউকে আঘাত করবেন না। শেষ পর্যন্ত আপনারা তো দেশের জন্যই খেলছেন। আমি কোনো গণমাধ্যমে বা সরাসরি সাকিবকে নিয়ে কিছু বলিনি। কারও সম্পর্কেই বলিনি। যা হোক, অবশ্যই বিশ্বাস করি, সাকিব বাংলাদেশের জন্য যা করেছে, অসাধারণ। সম্পর্ক যেমনই থাকুক, ওটা অস্বীকার করা যাবে না। সে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা।