ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
ইসরায়েল ও ইরানের সংঘাত: বাংলাদেশিদের জন্য হটলাইন সেবা চালু করা হয়েছে দুতাবাস। ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের + ৯৮৯908577368 ও + ৯৮৯১22065745 নম্বরে (হোয়াটসঅ্যাপ সহ) যোগাযোগ করতে বলেছে দূতাবাস কর্তৃপক্ষ।

ফ্যসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • / ৪১১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আলাদা কোন আন্দোলন নয়, দীর্ঘ লড়াইয়ের ফলে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) শহিদ জেহাদ দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ফ্যসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি। এ কাজ চলমান। সুচারুভাবে সম্পন্ন করতে হবে এ কাজ। কারণ জনগণ চায় একটা গণতান্ত্রিক ব্যবস্থা। এছাড়া ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। তার দোসররা বিভিন্ন জায়গায় থেকে বিভক্তির চেষ্টা করছে। শহিদদের রক্ত যাতে বৃথা না যায় সেদিকে সজাগ থাকতে হবে। কোন গুজব বিভ্রান্তিতে কান না দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

পূজা উপলক্ষে নানা ষড়যন্ত্র করতে পারে একটি মহল। এ ষড়যন্ত্র যাতে কেউ করতে না পারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।

নিউজটি শেয়ার করুন

ফ্যসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি: নজরুল ইসলাম

আপডেট সময় : ০২:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আলাদা কোন আন্দোলন নয়, দীর্ঘ লড়াইয়ের ফলে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) শহিদ জেহাদ দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ফ্যসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি। এ কাজ চলমান। সুচারুভাবে সম্পন্ন করতে হবে এ কাজ। কারণ জনগণ চায় একটা গণতান্ত্রিক ব্যবস্থা। এছাড়া ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। তার দোসররা বিভিন্ন জায়গায় থেকে বিভক্তির চেষ্টা করছে। শহিদদের রক্ত যাতে বৃথা না যায় সেদিকে সজাগ থাকতে হবে। কোন গুজব বিভ্রান্তিতে কান না দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

পূজা উপলক্ষে নানা ষড়যন্ত্র করতে পারে একটি মহল। এ ষড়যন্ত্র যাতে কেউ করতে না পারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।