বাংলাদেশকে সহজে হারাল ওয়েস্ট ইন্ডিজ

- আপডেট সময় : ১১:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ৪০৯ বার পড়া হয়েছে

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১০৪ রানের লক্ষ্যে পৌঁছাতে ক্যারিবিয়ান মেয়েদের লাগে মোটে ১২.৫ ওভার। ৪৩ বল হাতে নিগার সুলতানা জ্যোতির দলকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ।
দেন্দ্রা ডটিনের ৭ বলে ১৯ রানের ঝড়ো ইনিংসে ৭.১ ওভার রয়ে যায় তাদের। পঞ্চাশ পেরিয়ে ভাঙে ওপেনিং জুটি। ২২ বলে ৩৪ রানের দারুণ ইনিংস খেলা অধিনায়ক হেইলি ম্যাথুউসকে বোল্ড করে ফেরান টাইগ্রেস পেসার মারুফা আক্তার।
স্ট্যাফিন টেইলর ২৭ বলে ২৯ রানে রিটায়ার্ড হার্ট হন। ৮৪ রানের মাথায় শেমাইন ক্যাম্বেলকে (১৬ বলে ২১) ফেরান বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
নিগার সুলতানা জ্যোতি ব্যাটে লড়াই করলেও বাংলাদেশ পায়নি লড়াইয়ের পুঁজি। শারজায় বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান তোলে তারা। অধিনায়ক ৪৪ বলে ৩৯ রানের ইনিংস খেলেন।
এ ম্যাচেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টি-টুয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক পূর্ণ করেন জ্যোতি। কীর্তিতে নাম লেখাতে জ্যোতির লেগেছে ১০২ ম্যাচ। রেকর্ডে নাম লেখাতে ২৩ রান দূরে ছিলেন কিপার-ব্যাটার। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের কাছে বড় ব্যবধানের হারে সেমির আশা শেষ বাংলাদেশের।
ওপেনার দিলারা আক্তার ১৮ বলে ১৯ রান করেন দুটি চারের সাহাজ্যে। ২২ বলে ১৬ রান আসে সোবহানা মোস্তারির ব্যাটে। রিতু মনি করেন ১৩ বলে ১০ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।
উইন্ডিজ অফস্পিনার কারিশমা একাই নেন চার উইকেট। ৪ ওভারে খরচ করেন ১৭ রান। অ্যাফি ফ্লেচার নেন দুটি উইকেট।