টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে হারল পাকিস্তান
- আপডেট সময় : ০১:৪৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
- / ৩৭৪ বার পড়া হয়েছে
মুলতান টেস্টে পাকিস্তানের ভাগ্য লিখন গতকালই হয়ে গিয়েছিল। ইংল্যান্ডের জন্য জয়টা ছিল কেবল চার উইকেটের অপেক্ষা। টেস্টের চতুর্থ দিনেই যেখানে মাত্র প্রথম ইনিংসের খেলা শেষ হয়েছিল, সেই টেস্টেই ইংলিশরা জিতে নিলো পঞ্চম দিনের দুই সেশনেরও বেশি সময় হাতে রেখেই। ইনিংস ও ৪৭ রানে জিতে সিরিজ শুরু করল সফরকারী দল।
দুই বছর আগের রাওয়ালপিণ্ডির দুঃস্মৃতিটাই ফিরল এবার মুলতানে। আরও বাজেভাবে। সেবারও প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ২০২২ সালে ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৫৭৯ রান করেও সিরিজের প্রথম টেস্টে হারতে হয়েছিল পাকিস্তানকে। দুই বছরের ব্যবধানে আবারও সেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৫০০’র বেশি রান করেও ম্যাচ বাঁচাতে পারল না স্বাগতিক দল।
ইতিহাসের প্রথম দল হিসেবে ৫০০’র বেশি রান করেও ইনিংস ব্যবধানে হারের রেকর্ড গড়ল পাকিস্তান। টেস্ট ক্রিকেটে দেশটির ব্যর্থতার পাল্লাও দিনকে দিন যেন ভারি হচ্ছে। কদিন আগেই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে। এবার ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু। এ নিয়ে টানা ছয়টি টেস্ট হারল শান মাসুদের দল।