শরৎ শেষ না হতেই উত্তরে শীতের আনাগোনা
- আপডেট সময় : ০২:১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
- / ৩৭৬ বার পড়া হয়েছে
ঘাসের ডগায় বিন্দু বিন্দু শিশির জানান দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। শরৎ শেষ না হতেই হাল্কা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে দেশের উত্তরের বিভিন্ন জেলা। রাতভর কুয়াশা ঝরে।
পঞ্জিকার পাতায় শীতের আগমন এখনো ঢের বাকি। এরই মধ্যে হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে দেখা মিলেছে কুয়াশার। এ যেন শীতের আগমনী বার্তা। রাতভর টিপটিপ বৃষ্টির মতো ঝরে কুয়াশা।
সন্ধ্যা থেকেই কমতে থাকে তাপমাত্রা। মৌসুমী বায়ুর বিদায়ে জেলা জুড়ে ঘন কুয়াশার দেখা মিলছে। ঠাকুরগাঁওয়ে শীত অনুভূত হতে শুরু করেছে। সারাদিন গরম থাকলেও সন্ধ্যা নামলেই বইতে শুরু করে হিমেল হাওয়া। ভোরে শহর থেকে গ্রামাঞ্চল ঢাকা পড়ে কুয়াশাতে। আর ধানের ডগা ও সবুজ দুর্বা ঘাসে জমে শিশির বিন্দু।
গত কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রার ফারাক বুঝতে পারছেন স্থানীয়রা। এবারে একটু আগেই আসছে শীত। এদিকে শীতে দরিদ্র ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে প্রস্তুতি নিতে শুরু করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন।