অতীতের গৌরব ফেরাতে সক্রিয় ছাত্রদল
- আপডেট সময় : ০২:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
- / ৩৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল তাদের অতীতের সুনাম, ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধারে দৃঢ় সংকল্পবদ্ধ। দীর্ঘ প্রায় ১৬ বছরের নিষ্ক্রিয়তার পর, হামলা-মামলা এবং রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে সংগঠনটি বেশ পিছিয়ে যাওয়ার পর ছাত্রদলের নেতারা আবার মাঠে সক্রিয় হয়েছেন।
মূলত, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় ছাত্র সংগঠনটির সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যাপক ভাটা পড়ে। কিন্তু বর্তমানে সংগঠনের শীর্ষ নেতারা মাঠে নেমে নতুন করে শিক্ষার্থীদের সংগঠনে অন্তর্ভুক্ত করতে তৎপর হয়েছেন।
ছাত্রদলের নেতারা জানিয়েছেন, বিএনপির ৩১ দফা ও রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। গণতন্ত্র, মানবাধিকার এবং সাম্যের ধারণার ভিত্তিতে শিগগিরই নতুন ধারার ছাত্র রাজনীতির রোডম্যাপও প্রকাশ করবে তারা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল জানান, ছাত্রদল দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন হিসেবে পরিচিত, যেখানে মেধাবীরা নেতৃত্বে আসেন। তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় নেতারা শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং এতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীরা ছাত্রদলের পজিটিভ রাজনীতিকে স্বাগত জানাচ্ছে এবং এটি অব্যাহত রাখতে চায়।
গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ কর্মীসভাগুলোতে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথভাবে অংশগ্রহণ করছে। চট্টগ্রাম, সিলেট এবং বরিশালে প্রথম দফায় কর্মসূচি সম্পন্ন হওয়ার পর, অন্যান্য জেলা ও বিভাগেও এই কার্যক্রম পর্যায়ক্রমে চলবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধিকার নিয়ে আলোচনায় ছাত্রদলের নেতারা সক্রিয় রয়েছেন। বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীদের রাজনীতিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে মডেল ছাত্র রাজনীতির রোডম্যাপ তৈরি করা হচ্ছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্র রাজনীতির সংস্কার শুরু হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা সুস্থ ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।
তিনি অভিযোগ করে বলেন, ছাত্রলীগ শিক্ষাঙ্গনে সন্ত্রাস এবং র্যাগিংয়ের মাধ্যমে রাজনীতিকে কলঙ্কিত করেছে, যা ছাত্রদল চায় না। ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য ছাত্রদল সচেতনতা তৈরি করছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কাজ করছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আমরা মেধাভিত্তিক ছাত্র রাজনীতি তৈরি করতে চাই, যাতে শিক্ষার্থীরা সুশৃঙ্খল রাজনীতি চর্চা করে এবং ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। ছাত্রদল শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করছে এবং যারা ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়েছে তাদের আইনি সহায়তা প্রদান করা হচ্ছে।