গাজায় মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্তকারী দল। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।
হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের ওপর লক্ষ্য করে হামলার মাধ্যমে ফিলিস্তিনি নিধন ও যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। হামলার কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা।
এছাড়াও কারাবন্দিদের ওপর চালানো হয়েছে নিয়মতান্ত্রিক নির্যাতন। ইসরাইলের ডানপন্থি জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভীরের নির্দেশে চলে এই নির্যাতন। এই তদন্তকাজে ইসরাইল কোনো প্রকার সহায়তা করেনি বলে জানিয়েছে জাতিসংঘ।