ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • / ৩৬৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বৈরুতের কেন্দ্রে এ নিয়ে গত এক মাসে ইসরায়েলের তৃতীয় হামলা। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

হিজবুল্লাহর এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে একটি নিরাপত্তা সূত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের মধ্যে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এর আগে ইসরায়েলি হামলাগুলো প্রধানত বৈরুতের দক্ষিণ অংশে পরিচালিত হলেও এবার মধ্যাঞ্চলে আক্রমণ করা হলো। হামলার পর বিশাল এলাকায় ধ্বংসাবশেষ দেখা যায় এবং সাধারণ মানুষ আতঙ্কে ছুটোছুটি করতে শুরু করে।

এদিন দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর দপ্তরেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে দুই ইন্দোনেশীয় শান্তিরক্ষী আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর অবস্থানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছিল।

লেবাননে ইসরায়েলের এই আগ্রাসনে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি। আর বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন লাখ লাখ মানুষ।

নিউজটি শেয়ার করুন

বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত

আপডেট সময় : ০২:০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বৈরুতের কেন্দ্রে এ নিয়ে গত এক মাসে ইসরায়েলের তৃতীয় হামলা। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

হিজবুল্লাহর এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে একটি নিরাপত্তা সূত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের মধ্যে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এর আগে ইসরায়েলি হামলাগুলো প্রধানত বৈরুতের দক্ষিণ অংশে পরিচালিত হলেও এবার মধ্যাঞ্চলে আক্রমণ করা হলো। হামলার পর বিশাল এলাকায় ধ্বংসাবশেষ দেখা যায় এবং সাধারণ মানুষ আতঙ্কে ছুটোছুটি করতে শুরু করে।

এদিন দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর দপ্তরেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে দুই ইন্দোনেশীয় শান্তিরক্ষী আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর অবস্থানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছিল।

লেবাননে ইসরায়েলের এই আগ্রাসনে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি। আর বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন লাখ লাখ মানুষ।