ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতীয় নাগরিকসহ তিনজনকে আটক করেছে বিজিবি

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • / ৩৬৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার সীমান্তে মানব পাচারকারী ভারতীয় নাগরিকসহ তিনজনকে আটক করছে বিজিবি। ৩১ বিজিবি ব্যাটালিয়ন নেত্রকোনার আওতাধীন বিজয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১৫৪/৪-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে মানব পাচারকারী চক্রের ভারতীয় নাগরিক বিনয় কৃষ্ণকে আটক করে।

শুক্রবার দুপুরে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর মনতলা নামক স্থান থেকে বিওপির টহল দল ভারতের পশ্চিমবঙ্গের আলীপুর জেলার শামুকতলা থানার-পশ্চিম চেপনী গ্রামের নাগরিক বিনয় কৃষ্ণকে আটক করে। এ সময় বাংলাদেশি সহযোগী নেত্রকোনার কলমাকান্দার বরখাপন গ্রামের অজিত দেবনাথকেও আটক করা হয়। তাদের কাছ থেকে ভারতীয় ৩৮,২৯০ রুপি জব্দ করা হয়।

শুক্রবার রাতে নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায় লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক পাচারকারী দুইজন দীর্ঘদিন ধরে মানব পাচার করে আসছেন। তারা হলেন- নেত্রকোনার দূর্গাপুর বিরিশিরি বাড়ই পাড়া এলাকার দিগেন্দ্র দেবনাথ এর ছেলে শ্রী জীবন দেবনাথ (২২) এর সহযোগীতায় নেত্রকোনার সীমান্তের বিভিন্ন রুট দিয়ে মানব পাচার করে আসছিল।

এর ধারাবাহিকতায় পাচারের উদ্দেশ্যে আনীত কলমাকান্দার বরখাপন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পরিমল দেবনাথ এর মেয়ে প্রিয়াংকা দেবনাথ (১৮) কে ৫ হাজার ৪৬৯ টাকাসহ আটক করা হয়েছে। আটকদের ভারতীয় রুপি এবং টাকাসহ দূর্গাপুর থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ভারতীয় নাগরিকসহ তিনজনকে আটক করেছে বিজিবি

আপডেট সময় : ১১:৪২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

নেত্রকোনার সীমান্তে মানব পাচারকারী ভারতীয় নাগরিকসহ তিনজনকে আটক করছে বিজিবি। ৩১ বিজিবি ব্যাটালিয়ন নেত্রকোনার আওতাধীন বিজয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১৫৪/৪-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে মানব পাচারকারী চক্রের ভারতীয় নাগরিক বিনয় কৃষ্ণকে আটক করে।

শুক্রবার দুপুরে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর মনতলা নামক স্থান থেকে বিওপির টহল দল ভারতের পশ্চিমবঙ্গের আলীপুর জেলার শামুকতলা থানার-পশ্চিম চেপনী গ্রামের নাগরিক বিনয় কৃষ্ণকে আটক করে। এ সময় বাংলাদেশি সহযোগী নেত্রকোনার কলমাকান্দার বরখাপন গ্রামের অজিত দেবনাথকেও আটক করা হয়। তাদের কাছ থেকে ভারতীয় ৩৮,২৯০ রুপি জব্দ করা হয়।

শুক্রবার রাতে নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায় লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক পাচারকারী দুইজন দীর্ঘদিন ধরে মানব পাচার করে আসছেন। তারা হলেন- নেত্রকোনার দূর্গাপুর বিরিশিরি বাড়ই পাড়া এলাকার দিগেন্দ্র দেবনাথ এর ছেলে শ্রী জীবন দেবনাথ (২২) এর সহযোগীতায় নেত্রকোনার সীমান্তের বিভিন্ন রুট দিয়ে মানব পাচার করে আসছিল।

এর ধারাবাহিকতায় পাচারের উদ্দেশ্যে আনীত কলমাকান্দার বরখাপন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পরিমল দেবনাথ এর মেয়ে প্রিয়াংকা দেবনাথ (১৮) কে ৫ হাজার ৪৬৯ টাকাসহ আটক করা হয়েছে। আটকদের ভারতীয় রুপি এবং টাকাসহ দূর্গাপুর থানায় হস্তান্তর করা হবে।