মারা গেছেন ‘ডোরেমন’এর বাচিকশিল্পী নোবুয়া ওইয়ামা
- আপডেট সময় : ০৬:৫২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
- / ৩৫৮ বার পড়া হয়েছে
বিশ্বের জনপ্রিয় কার্টুন চরিত্রের মধ্যে ডোরেমন অন্যতম। ডোরেমন ভক্তদের জন্য দুঃসংবাদ কারণ, জনপ্রিয় কার্টুন চরিত্র রোবট বিড়াল ডোরেমনের বাচিকশিল্পী নোবুয়ো ওইয়ামা মারা গেছেন। সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায় মারা গেছেন নব্বই বছর বয়সী নোবুয়ো ওইয়ামা
ওইয়ামার ট্যালেন্ট এজেন্সি মার্কিন সংবাদপত্র এএফপিকে জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর বার্ধক্যজনিতক কারণে তিনি প্রাণ হারান। তার শেষকৃত্যে ঘনিষ্ঠ আত্মীয়রা যোগ দেয়। ২০০৫ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর ওইয়ামা নীল রঙের বিড়াল ডোরেমনের কণ্ঠ দিয়েছেন।
দীর্ঘদিন ধরে জনপ্রিয় অ্যানিমে সিরিজ হিসেবে এখনো জাপানসহ বিশ্বের অনেক দেশের টিভিতে ও স্ট্রিমিং সেবায় ডোরেমনকে খুঁজে পাওয়া যায়। ওইয়ামা অবসর নেওয়ার পর অন্যান্য শিল্পীরা তার জায়গা করে নিলেও ডোরেমনের কন্ঠ হিসেবে ওইয়ামাই পরিচিত, এবং অন্যান্য শিল্পীরাও তার মতো করেই কণ্ঠ দিয়েছেন বাকিটা সময়।
উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রথমবারের মতো ম্যাঙ্গা স্ক্রিপ্ট হিসেবে জন্ম হয় ডোরেমনের। পরবর্তী কয়েক দশকে এটি জনপ্রিয় হয়ে উঠে। ডোরেমন কার্টুনে একটি আদুরে রোবট বিড়াল অতীতে এসে একটি অলস স্কুলপড়ুয়া নোবিতাকে সাহায্য করে। নোবিতা নামের এই মিথ্যাবাদী ছেলেটিকে দৈনন্দিন জীবনের নানা বিপদ থেকে রক্ষা করে তার বিশ্বস্ত বিড়াল ডোরেমন, এবং এই কাজগুলো সে হাসিমুখেই করে থাকে।