বসনিয়া জয় জার্মানির, হাঙ্গেরিতে আটকে নেদারল্যান্ডস
- আপডেট সময় : ০৩:২২:১২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- / ৩৭০ বার পড়া হয়েছে
চোটের কারণে বসনিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন না জামাল মুসিয়ালা, নিকলাস ফুলক্রুগ ও আলেক্সজান্ডার পাভলোভিচের মতো তারকারা। এরপরেও প্রথমার্ধে ডেনিস উনদাভের জোড়া গোলে সহজ জয়ের পথেই ছিল জার্মানি। তবে দ্বিতীয়ার্ধে এদিন জেকো একটি গোল ফেরত দিয়ে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত জার্মানির ২-১ ব্যবধানের জয় ঠেকাতে পারেনি বসনিয়া। এ ম্যাচে জার্মানির তিনটি গোল বাতিল হয়েছে অফসাইডে।
দিনের অন্য ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে কোনোরকমে এক পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে পেরেছে নেদারল্যান্ডস। ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ডে জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো লালকার্ড দেখেছেন ভার্জিল ফন ডাইক।
গতকাল শুক্রবার রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে বসনিয়ার মাঠে আতিথ্য নিয়েছিল জার্মানি। শুরু থেকে বল দখলে আধিপত্য থাকলেও জার্মানির খেলায় ধার খুঁজে পাওয়া যাচ্ছিল না। ম্যাচের ৩০ মিনিটে গিয়ে বলার মতো আক্রমণ করে জুলিয়ান নাগলসম্যানের দল। আর সে আক্রমণেই গোলের দেখা পায় জার্মানি।
রবার্ট অ্যান্ডরিখের বাড়ানো ক্রসে বক্সের ভেতর কাটব্যাক করেছিলেন ফ্লোরিয়ান ভিরৎজর। সেখান থেকে মাটি কামড়ানো শটে জার্মানিকে এগিয়ে (১-০) দেন উনদাভ। এর ২ মিনিট পরে আবারও গোলের দেখা পেয়েছিল জার্মানি। তবে অভিষিক্ত টিম ক্লেইন্ডিয়েনস্টের গোলটি বাতিল হয় অফসাইডে।
এর একটু পরেই প্রায় সমতাসূচক গোলের দেখা পেয়েছিল বসনিয়া। কিন্তু এরমেদিন ডেমিরোভিচের শট ক্রসবারে লেগে বেরিয়ে যায়। বসনিয়া সুযোগ হাতছাড়া করলেও জার্মানিকে দ্বিতীয় গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্টুটগার্ট স্ট্রাইকার উনদাভ।
দ্বিতীয়ার্ধে আরও একবার বসনিয়ার জালে বল পাঠিয়েছিলেন উনদাভ। কিন্তু ২৮ বছর বয়সী স্ট্রাইকারকে হ্যাটট্রিকের আনন্দে মাততে দেয়নি অফসাইডের ফাঁদ। এখানেই শেষ নয়, ৬৮তম মিনিটে সার্জি জিন্যাব্রির একটি গোলও বাতিল হয় অফসাইডে।
জার্মানির একের পর এক গোল বাতিলের পর ম্যাচের ৭০তম মিনিটে একটি গোল ফিরিয়ে দেয় বসনিয়া। বেঞ্জামিন তাহিরোভিচের কর্নারে হেডে জার্মানির জালে বল জড়ান জেকো। শেষ দিকে বসনিয়া আরও কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি।
গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে রোনাল্ড সাল্লাইয়ের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল হাঙ্গেরি। বহু চেষ্টা করেও গোলের নাগাল পাচ্ছিল না নেদারল্যান্ডস। উল্টো ম্যাচের ৭৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। অবশ্য এর ৪ মিনিট পরেই ডেনসেল ডামফ্রাইসের সৌজন্যে ম্যাচে সমতায় (১-১) ফেরে নেদারল্যান্ডস।
এ ড্রয়ে নেশনস লিগের এ স্তরের গ্রুপ-৩ এর ৩ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মানি। তিনে থাকা হাঙ্গেরির পয়েন্ট ২, আর ১ পয়েন্ট নিয়ে তলানিতে বসনিয়া।
আগামী সোমবার রাতে গ্রুপের শেষ ম্যাচে জার্মানির মুখোমুখি হবে নেদারল্যান্ডস। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে লাল কার্ড দেখায় ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেছেন ফন ডাইক। অভিজ্ঞ এ ডিফেন্ডার বলেছেন, ‘এটা (লাল কার্ড) ছিল চরম বিরক্তিকর। এটা মোটেও ঠিক ছিল না। হবে আমি প্রথমটির (হলুদ কার্ড) জন্য খুবই ক্ষুব্ধ।’
ফন ডাইক যোগ করেন, ‘তারা বলেন যে, কেবলমাত্র অধিনায়ক গিয়ে রেফারির সঙ্গে কথা বলতে পারবেন। আমি তার (রেফারি) দিকে এগিয়ে যাই। পরিস্থিতি ছিল উত্তেজনাময়। তবে মোটেও বাজেভাবে কিছু বলিনি আমি, একদমই না। খুবই শ্রদ্ধাশীল ছিলাম। অধিনায়কও যদি কিছু বলতে না পারে, তাহলে তো কাজটা খুবই কঠিন।’