আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় : ০৫:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- / ৪০৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারা দেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। আগে দুর্গাপূজায় ২-৩ কোটি টাকা দেওয়া হতো। এ বছর দেওয়া হয়েছে ৪ কোটি টাকা।
আজ শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের সিরাজদিখান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, এবার পূজায় সরকার ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আগে ২ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজার নিরাপত্তায় সারা দেশে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিডিআর, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পর্যাপ্ত মোতায়েন রয়েছে।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলার শ্রীনগর উপজেলার দুটি মন্দির পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ফাতেমা তুল জান্নাত, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান প্রমুখ।
এ সময় পূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য সহকারে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন।