দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সরকারের তীব্র সমালোচনা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:৫৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- / ৩৬৩ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার দুই মাস পরেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় তীব্র সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ শনিবার (১২ই অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টারস ইউনিটির কনফারেন্স রুমে আয়োজিত ‘নির্বাচন ও নতুন বাংলাদেশ’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এ সমালোচনা করেন।
জয়নাল আবদীন ফারুক প্রশ্ন করেন, বাজারে যারা অস্থিরতা সৃষ্টি করে তারা হাতে গোনা কয়েকজন। তাদের কেন নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার?
তিনি বলেন, “চলমান রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা দেখা যাচ্ছে আওয়ামী দোসরদের মধ্যে। এখন কেন মরিচের দাম সাতশো টাকা হয়। তার মানে কি এখনো শেখ হাসিনা সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে?”
এ সময় তিনি নির্বাচন নিয়ে স্পষ্ট বক্তব্য আশা করেন সরকারের কাছে। একই সঙ্গে দাবি জানান, ভারতের সাথে গত ১৬ বছর হওয়া সব চুক্তি জনসম্মুখে প্রকাশের।