সীমান্ত এলাকা থেকে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব আটক

- আপডেট সময় : ১০:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- / ৩৯৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি।
আজ শনিবার (১২ই অক্টোবর) বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৫০/৮-এস এর নিকটবর্তী পুটিয়া নামক স্থান দিয়ে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করার সময় বাংলাদেশী নাগরিক এবং জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি।
আটককৃত কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহাম্মদ মজুমদারের ছেলে।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক মামলা রজু হওয়ায় তিনি পালিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় যান।