অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে
- আপডেট সময় : ০৩:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ৩৭৯ বার পড়া হয়েছে
চলতি অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। অক্টোবরের প্রথম ১২দিনেই মারা গেছে ৪৭ জন। সেপ্টেম্বরে মৃত্যুর সংখ্যা ছিল ৮০ জন। ডেঙ্গু আক্রান্ত রোগীতে ঠাসা রাজধানীর বেশিরভাগ হাসপাতাল। চিকিৎসকরা বলছেন, যত রোগী ভর্তি করা হয়, তার চেয়ে কয়েকগুণ রোগীকে বাসায় ফেরত পাঠিয়ে চিকিৎসার পরামর্শ দেয়া হচ্ছে।
দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাচ্ছে। সরকারি হিসেবে চলতি মাসের প্রথম ১২ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ৮৭২ জন। যা সেপ্টেম্বর মাসে ছিলো ১৮ হাজার।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ এইচ এম নাজমুল আহসান জানান, চলতি মাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। একই সাথে মৃতের সংখ্যাও বাড়ছে। অক্টোবরের প্রথম ১২দিনেই মারা গেছে ৪৭ জন। এ মাসজুড়ে ডেঙ্গু সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতিদিন রাজধানীর হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। হাসপাতালে শয্যা না পেয়ে ফেরত দিতে যাচ্ছে অনেক রোগী।
চিকিৎসকরা বলছেন, যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগেরই রয়েছে বিভিন্ন বিপজ্জনক উপসর্র্গ। সঠিক সময়ে হাসপাতালে না আসা ও যাদের ডেঙ্গুর সাথে অন্য রোগের উপসর্গ আছে তাদের মৃত্যুও ঝূঁকি বেশি বলে জানান চিকিৎসকরা। জ্বর হলে প্রথম দিনেই ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।