টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা
- আপডেট সময় : ০৩:০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ৩৬৩ বার পড়া হয়েছে
ওমানে টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। এই আসরে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিবে পারভেস হোসেন ইমন। আসরে বাংলাদেশ খেলবে এ-গ্র“পে। এই গ্র“পে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা-এ দল, আফগানিস্তান-এ দল এবং হংকং।
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল-
পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), জিসান আলম, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলি, জাকের আলি অনিক, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডল।
ইমার্জিং এশিয়া কাপে এবারই প্রথম খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগের তিন আসরে খেলা হয়েছিল ৫০ ওভারে। ২০১৩ সালে হওয়া প্রথম আসরটি জিতেছিল ভারত। এরপরের দুই আসর জেতে পাকিস্তান। সবশেষ ২০২৩ সালে ভারতকে হারিয়েই ইমার্জিং এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে পাকিস্তান।
এবারের আসর আগামী ১৮ই অক্টোবর শুরু হয়ে চলবে ২৭শে অক্টোবর পর্যন্ত। উদ্বোধনী দিনেই হংকংয়ের বিপক্ষের খেলা দিয়ে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।