বরিশাল মেডিকেলে আগুন, সরানো হয়েছে ছয় শতাধিক রোগী
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:৪৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ৩৫৮ বার পড়া হয়েছে
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মেডিসিন ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (রোববার, ১৩ অক্টোবর) সকালে এ আগুন লাগার ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আগুন ছড়িয়ে হাসপাতালের মেডিসিন ইউনিট পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে। দ্রুত সেখান সেখানে থাকা অন্তত ছয়শ’ রোগীকে অন্য ইউনিটে স্থানান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে সেখানকার রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন।
তাৎক্ষণিক বক্তব্যে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। মেডিসিন ইউনিটের কক্ষটিতে থাকা তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়া তৈরি হয়েছে। সেখানে থাকা রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে।’