ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহরুখ-সালমানের বিবাদ মেটানো বাবা সিদ্দিককে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • / ৩৫৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার (১২ অক্টোবর) মুম্বাইয়ের পূর্ব বান্দ্রায় ছেলে জিসানের অফিসের সামনে তিন আততায়ীর গুলিতে প্রাণ হারালেন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক। বিনোদন জগতের তারকাদের সঙ্গেও উঠাবসা ছিল এই এনসিপি নেতার। একটা সময় তিনি নিজেও অভিনয় দুনিয়ার মানুষ ছিলেন। সালমান থেকে শাহরুখ, ক্যাটরিনা থেকে প্রীতি জিনতা—বাবা সিদ্দিকের ইফতার পার্টিতে হাজির থাকতেন বলিউডের এমন শীর্ষ তারকারা।

তবে রাজনীতিবিদ হিসেবেই সবচেয়ে বেশি জনপ্রিয় বাবা সিদ্দিক। যার পার্টির আমন্ত্রণ কখনো উপেক্ষা করতেন না শাহরুখ-সালমান! হাজারও ব্যস্ততা ফেলে ছুটে যেতেন তাঁর এক ডাকে। এ ছাড়া যখনই কোনো তারকা বিপাকে পড়তেন, সাহায্য নিয়েছেন বাবা সিদ্দিকের কাছে।

একটা সময় দীর্ঘদিন মুখ দেখাদেখি বন্ধ ছিল সালমান-শাহরুখের। ২০০৮ সালে ক্যাটরিনা কাইফের জন্মদিনের অনুষ্ঠানে একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছিল এই মনমালিন্য। এর জেরেই চিড় ধরেছিল দুই তারকার সম্পর্কে। অবশেষে অভিমান ভুলে ২০১৪ সালে বাবা সিদ্দিকের ইফতার পার্টিতে সালমানকে বুকে টেনে নিয়েছিলেন শাহরুখ। যে মুহূর্তের ছবি আজও গাঁথা রয়েছে এই দুই তারকার ভক্তদের হৃদয়ে। এরপর অসংখ্যবার বাবা সিদ্দিকের পার্টিতে একফ্রেমে দেখা দিয়েছেন দুই খান।

বাবা সিদ্দিক তখন বান্দ্রা পশ্চিম বিধানসভার বিধায়ক। শোনা যায় যে, বলিউডের অন্যান্য তারকাদের কাছ থেকেই সিদ্দিককে সালমান ও শাহরুখের মাঝে মধ্যস্থতা করার জন্য অনুরোধ করা হয়েছিল। সেজন্য এই রাজনৈতিক নেতা সূক্ষ্ম উপায়ে মিটিয়েছিলেন দুই বন্ধুর বিবাদ। ইফতার পার্টিতে সেদিন শাহরুখের পাশে বসেছিলেন সালমানের বাবা বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান। এ সময় সালমান আসার আগে তাঁরা দুজন গল্প করছিলেন। পরে ‘ভাইজান’ হেঁটে আসতেই শাহরুখ উঠে দাঁড়ান এবং একে অপরকে জড়িয়ে ধরেন। এভাবেই মিলিয়ে যায় এই দুই সুপারস্টারের বিরোধ।

প্রসঙ্গত, শুধু শাহরুখ কিংবা সালমান নন, সঞ্জয় দত্তের সঙ্গেও বাবা সিদ্দিকের ছিল খুব ঘনিষ্ঠতা। তাঁর মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ছুটে গেছেন ‌‘মুন্না ভাই’খ্যাত অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

শাহরুখ-সালমানের বিবাদ মেটানো বাবা সিদ্দিককে গুলি করে হত্যা

আপডেট সময় : ০২:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

শনিবার (১২ অক্টোবর) মুম্বাইয়ের পূর্ব বান্দ্রায় ছেলে জিসানের অফিসের সামনে তিন আততায়ীর গুলিতে প্রাণ হারালেন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক। বিনোদন জগতের তারকাদের সঙ্গেও উঠাবসা ছিল এই এনসিপি নেতার। একটা সময় তিনি নিজেও অভিনয় দুনিয়ার মানুষ ছিলেন। সালমান থেকে শাহরুখ, ক্যাটরিনা থেকে প্রীতি জিনতা—বাবা সিদ্দিকের ইফতার পার্টিতে হাজির থাকতেন বলিউডের এমন শীর্ষ তারকারা।

তবে রাজনীতিবিদ হিসেবেই সবচেয়ে বেশি জনপ্রিয় বাবা সিদ্দিক। যার পার্টির আমন্ত্রণ কখনো উপেক্ষা করতেন না শাহরুখ-সালমান! হাজারও ব্যস্ততা ফেলে ছুটে যেতেন তাঁর এক ডাকে। এ ছাড়া যখনই কোনো তারকা বিপাকে পড়তেন, সাহায্য নিয়েছেন বাবা সিদ্দিকের কাছে।

একটা সময় দীর্ঘদিন মুখ দেখাদেখি বন্ধ ছিল সালমান-শাহরুখের। ২০০৮ সালে ক্যাটরিনা কাইফের জন্মদিনের অনুষ্ঠানে একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছিল এই মনমালিন্য। এর জেরেই চিড় ধরেছিল দুই তারকার সম্পর্কে। অবশেষে অভিমান ভুলে ২০১৪ সালে বাবা সিদ্দিকের ইফতার পার্টিতে সালমানকে বুকে টেনে নিয়েছিলেন শাহরুখ। যে মুহূর্তের ছবি আজও গাঁথা রয়েছে এই দুই তারকার ভক্তদের হৃদয়ে। এরপর অসংখ্যবার বাবা সিদ্দিকের পার্টিতে একফ্রেমে দেখা দিয়েছেন দুই খান।

বাবা সিদ্দিক তখন বান্দ্রা পশ্চিম বিধানসভার বিধায়ক। শোনা যায় যে, বলিউডের অন্যান্য তারকাদের কাছ থেকেই সিদ্দিককে সালমান ও শাহরুখের মাঝে মধ্যস্থতা করার জন্য অনুরোধ করা হয়েছিল। সেজন্য এই রাজনৈতিক নেতা সূক্ষ্ম উপায়ে মিটিয়েছিলেন দুই বন্ধুর বিবাদ। ইফতার পার্টিতে সেদিন শাহরুখের পাশে বসেছিলেন সালমানের বাবা বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান। এ সময় সালমান আসার আগে তাঁরা দুজন গল্প করছিলেন। পরে ‘ভাইজান’ হেঁটে আসতেই শাহরুখ উঠে দাঁড়ান এবং একে অপরকে জড়িয়ে ধরেন। এভাবেই মিলিয়ে যায় এই দুই সুপারস্টারের বিরোধ।

প্রসঙ্গত, শুধু শাহরুখ কিংবা সালমান নন, সঞ্জয় দত্তের সঙ্গেও বাবা সিদ্দিকের ছিল খুব ঘনিষ্ঠতা। তাঁর মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ছুটে গেছেন ‌‘মুন্না ভাই’খ্যাত অভিনেতা।