সিঁদুর উৎসবে মুখরিত পূজা মণ্ডপ
- আপডেট সময় : ০২:১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ৩৬৪ বার পড়া হয়েছে
দুর্গাপূজার শেষ দিনে সারাদেশের মণ্ডপে মণ্ডপে আয়োজন করা হয়েছে সিঁদুর উৎসব। বিভিন্ন বয়সের সনাতন ধর্মালম্বী নারীরা এই আয়োজনে অংশ নেন।
সকাল থেকে অনবরত ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনি পূজা মণ্ডপকে পরিণত করেছে উৎসবের কেন্দ্র বিন্দুতে। হিন্দু নারীরা পূজামণ্ডপে ব্যস্ত একে অপরকে সিঁদুর পরাতে। মায়ের আশীর্বাদ হিসেবে সিঁদুর দিয়ে নিজেকে রাঙিয়ে মাকে বিদায় জানানোর শেষ পর্ব এটি।
ঢাক-কাঁসরের বাদ্যি-বাজনা, রাত্রি উজ্জ্বল করা আরতি, পূজারি-ভক্তদের পূজা অর্চনায় কেবলই মা দুর্গার বিদায়ের আয়োজন। মণ্ডপে মণ্ডপে নেমে এসেছে বিষাদের ছায়া।
আজ রোববার(১৩ই অক্টোবর) বিজয়া দশমীতে সারাদেশে সব মন্দিরগুলোেতে চলছে সিদুঁর খেলার আয়োজন । এরপর বিজয়ার শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
বিকেল ৪টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হবে ।
এর আগে রাজধানীর ২৫২টি পূজামণ্ডপের অধিকাংশ এসে জমা হবে পলাশী মোড়ে।
সেখান থেকে সম্মিলিত বাদ্যি-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা। এর পর সদরঘাটের ওয়াইজঘাটের বুড়িগঙ্গা নদীতে একে একে বিসর্জন দেওয়া হবে প্রতিমা।