যুদ্ধ পরিস্থিতিতেও লেবাননে বিনামূল্যে খাবার সরবরাহ করছে ব্যবসায়ীরা
- আপডেট সময় : ১০:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ৩৬৮ বার পড়া হয়েছে
যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সাধারণ মানুষের জীবন ধারণ সহজ করতে পণ্য বিক্রি করছে লেবাননের কৃষিপণ্যের বাজারগুলো। দক্ষিণাঞ্চলে যুদ্ধ চলায় পণ্যের সরবরাহ আগের তুলনায় অনেকটাই কমেছে। লোকসানের মধ্যেও বাস্তুচ্যুতদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করছে কৃষি পণ্যের বাজার সংশ্লিষ্টরা।
ইসরাইলের হামলার পরও লেবাননের রাজধানী বৈরুতে প্রতিদিনই আসছে রৌদ্রোজ্জ্বল সকাল। সওক আল তায়েব কৃষি মার্কেট চলছে আগের গতিতেই। ২০০৪ সালে যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত শহরের সবচেয়ে জনপ্রিয় এই কৃষিপণ্যের বাজার ভোক্তাদের দিয়ে যাচ্ছে তাজা মাছের স্বাদ।
বিক্রেতাদের মধ্যে একজন জানান, অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছি। লেবাননে উত্থান পতন থাকলেও আমরা দমে যাবো না । পালিয়ে যাবো না। এখানেই থাকবো ।
ক্রেতারা ঘুরে ঘুরে কিনে নিচ্ছেন স্থানীয়ভাবে উৎপাদিত মাছ, সবজিসহ নানা কৃষিপণ্য। তবে অনেক বিক্রেতাই এখন আগের মতো ব্যবসা করতে পারছেন না। বছরের পর বছর ধরে এই বাজারে ব্যবসা চালিয়ে আসলেও এখন সংঘাতে কিছুটা পণ্যের সরবরাহ সংকটে রয়েছেন অনেকে।
দেশের দক্ষিণাঞ্চলে চলছে ইসরাইলের সেনা অভিযান। অনেক ব্যবসায়ীকে ইসরাইলের সীমান্তঘেষা গ্রাম থেকে আসতে হয়। যেখানে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আর ইসরাইল সেনাবাহিনীর তুমুল সংঘাত চলছে।
বিক্রেতাদের মধ্যে আরও একজন জানান, আমরা কষ্ট করছি। কিন্তু এখানে আছি । ব্যবসা চালিয়ে যাবো। কারণ আমাদের বেঁচে থাকতেই হবে।
ব্যবসায়ীদের মধ্যে একজন জানান, আগে এখানে ৭৫ থেকে ৮০ কৃষক, ব্যবসায়ী, পাইকার আসতো। এখন আসে ২০ থেকে ২৫ । অনেকেই যুদ্ধক্ষেত্রে থাকায় আসতে পারছেন না । বাজারে পণ্য সরবরাহ কঠিন হয়ে পড়েছে।
বাজার কর্তৃপক্ষ বলছে, এখন সাধারণ সময়ের তুলনায় অর্ধেকে নেমে এসেছে বাজারে পণ্যের সরবরাহ। দক্ষিণাঞ্চলের বাক্কা উপত্যকায় সংঘাত বাড়ায় সেখান থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত আসতে পারছেন না পাইকাররা। যুদ্ধে ক্ষতিগ্রস্ত, বাস্তুচ্যুত লেবাননের সাধারণ মানুষের জন্য আবার সুপের দোকানও তৈরি হয়েছে এই মার্কেটে।
স্বেচ্ছাসেবীরা বলছেন, এক দিনেই সাড়ে ৪ হাজার খাবার সরবরাহ করা হয় এখান থেকে। আরও একজন বলেন, ‘আগে ১৫০০ মানুষের জন্য খাবার তৈরি করতাম, সিরিয়ার মানুষের জন্য । লেবাননের ফুড ব্যাংকে কাজ করতাম । এখন সাড়ে ৪ হাজার খাবার সরবরাহ করতে হয়।’
এক বছর আগে গাজায় ইসরাইলি সেনা অভিযান শুরুর পর থেকেই মাথাচাড়া দিয়ে ওঠে হিজবুল্লাহ-ইসরাইলের পুরোনো দ্বন্দ্ব। কয়েক সপ্তাহ ধরে লেবাননের দক্ষিণাঞ্চলে সেনা অভিযান শুরু করে আইডিএফ। যে কারণে দেশটিতে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়ে গেছেন ১২ লাখ ফিলিস্তিনি।