অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিন অর্থনীতিবিদ
- আপডেট সময় : ১১:০১:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ৩৬৩ বার পড়া হয়েছে
অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ ডারন আসেমোলু, সাইমন জনসন ও জেমস এ. রবিনসন। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো কীভাবে গঠিত হয় এবং সমৃদ্ধিতে এর প্রভাব কেমন, এ বিষয়ে কাজ করার জন্য চলতি বছর এ পুরস্কারে পেয়েছেন তারা।
আজ (সোমবার, ১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের স্টকহোম থেকে অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে মার্কিন এই তিন অর্থনীতিবিদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
যৌথভাবে এই তিন অর্থনীতিবিদ পাবেন পুরস্কারের ১১ লাখ ডলার। দুর্বল আইন আর ভঙ্গুর প্রতিষ্ঠানের কারণে কীভাবে জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয় কিংবা প্রবৃদ্ধির ধারায় পৌঁছুতে পারে না, সে বিষয়ে গবেষণার জন্য তাদের প্রশংসা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সস।
গবেষণায় বলা হয়েছে, উপনিবেশিকি শক্তিগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক পরিক্রমায় আগেই নির্ধারিত হয়ে যায়, কোন দেশ ধনী হবে আর কোন দেশ হবে দরিদ্র ।
নোবেল বিজয়ীদের মধ্যে তিনজনই মার্কিন নাগরিক। আচেমোলু আর জনসন কাজ করেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে, অন্যদিকে রবিনসন গবেষণা করেন ইউনিভার্সিটি অব শিকাগোতে। তাদের গবেষণায় আরও বলা হয়, অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান তৈরি করতে পারলে দীর্ঘমেয়াদে সুফল পেতে পারে ইউরোপের অভিবাসীরা। তৈরি হতে পারে আরও সমৃদ্ধ সমাজ ব্যবস্থা।
১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। এ পর্যন্ত মোট ৫৫ জন নোবেল জিতেছেন এই বিভাগে।
গত ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় এ বছরের নোবেল পুরস্কারের মৌসুম। প্রতিবছরের মতো এবারও মোট ছয়টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়।
গত মঙ্গলবার পদার্থবিদ্যায়, বুধবার রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়।