‘তিন মাসে বিচার বিভাগ সংস্কার সম্ভব নয়’
- আপডেট সময় : ১০:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ৩৬৭ বার পড়া হয়েছে
তিন মাসের মধ্যে বিচার বিভাগ সংস্কার করা সম্ভব নয়। আর সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন সরকারের সদিচ্ছার উপর নির্ভর করবে বলে জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান।
বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আজ সোমবার বিচার বিভাগ সংস্কার কমিশনের তৃতীয় বৈঠক শেষে সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান এসব কথা বলেন।
সংস্কার কমিশনের প্রধান বলেন, বিচার বিভাগ সংস্কারে অন্তর্বর্তী সরকার কোন দিকনির্দেশনা দেয়নি। তারা আপাতত বিচারের দীর্ঘসূত্রতা ও মামলার খরচ কমানো, ও উচ্চ আদালতের বিচারক নিয়োগের নীতিমালা নিয়ে কাজ করছে।
তিনি বলেন, বিচার বিভাগ সংস্কারে অন্তর্বর্তী সরকার থেকে কোন নির্দেশনা তারা পাননি। নিজেরা আলোচনার মাধ্যমে করণীয় ঠিক করছেন। কমিশন সুপারিশ তৈরির আগে অংশীজনদের সাথে আলোচনা করবেন তারা।
হাইকোর্ট বিভাগের সম্প্রতি ২৩ জন অস্থায়ী বিচারপতি নিয়োগ নিয়েও কথা বলেন কমিশনের প্রধান।