ছাত্র আন্দোলনে পরাজিত স্বৈরাচারের বিচার হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, তাই কাউকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে আলেমদের সম্মেলনে যোগ দিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কারোর ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
আজ সোমবার সকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের উদ্যোগে জাতীয় মুফাসসির সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমীর বলেন, পরাজিত দোসরদের বিচার হতে হবে। বলেন, জামায়াত জোর করে কারোর উপর ধর্ম চাপিয়ে দেয়ার পক্ষে নয়।
ছাত্র আন্দোলনের বিজয়ের কৃতিত্ব একক ভাবে না নেয়ার আহবান জানিয়ে শফিকুর রহমান বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার। তবে নির্বাচিত সরকার নয়।
এর আগে, রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন। ঘণ্টাব্যাপী চলা বৈঠকের পরে সাংবাদিকদের জামায়াতের আমীর বলেন, দেশের দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়া কিভাবে আরো বেশি সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।