ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এই দেশের সরকার হবে জনগণ: আমানউল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • / ৩৬১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, এই দেশের সরকার হবে জনগণ। জনগণের মত অনুযায়ী দেশ পরিচালিত হবে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (১৪ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ছাত্রনেতা সাইফুদ্দীন আহমেদের স্মরণ সভায় একথা বলেন তিনি।

খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে জাতি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করি এবং করব, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। আর এই নির্বাচনটি যত দ্রুত সম্ভব হতে হবে। তাদের (অন্তর্বর্তী সরকারের) কারণে যদি আজকে মুখ থুবড়ে পরে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিলম্ব ঘটতে পারে। তাই আমরা আশা করব এ সরকার যে কমিশন করেছেন তার রিপোর্ট পাবার সাথে সাথে পরবর্তীতে যা করণীয় সেটা তারা করবেন।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। যদি তাদের কারণে মুখ থুবড়ে পড়ে গণতন্ত্র তাহলে আগের মতো অবস্থা হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করতে হবে। যে সমস্যা আছে তার জট খুলে ঠিক করতে হবে। দেশের মানুষের মনের কথা জানতে হবে।

তিনি বলেন, দীর্ঘ অনেক বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি। যে গণতন্ত্র একবা্র এনেছেন জিয়াউর রহমান। আরেকবার এনেছে্ন দেশনেত্রী খালেদা জিয়া। আর দীর্ঘ ১৬ বছর দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করে সর্বশেষ ছাত্রজনতার গণআন্দোলনের মধ্য দিয়ে আমরা পেয়েছি গণতন্ত্র। গণতন্ত্র যেভাবে অর্জিত হয়েছে তা আমাদের ধরে রাখতে হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরও জানান, অবিলম্বে সাগর রুনির হত্যার বিচার করতে হবে। গণতন্ত্র যেভাবে অর্জিত হয়েছে সেটা ধরে রাখতে হবে। যেভাবে অকাতরে প্রাণ দিয়েছে শহীদরা তাদের কথা মনে রেখে একত্রে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভার শুরুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সাইফুদ্দিন মণির জন্য দোয়া করা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবীব, দলটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, ডাকসুর সাবেক জিএস নাজিমুদ্দিন আলম, জাতীয়তাবাদের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।

নিউজটি শেয়ার করুন

এই দেশের সরকার হবে জনগণ: আমানউল্লাহ আমান

আপডেট সময় : ০১:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, এই দেশের সরকার হবে জনগণ। জনগণের মত অনুযায়ী দেশ পরিচালিত হবে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (১৪ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ছাত্রনেতা সাইফুদ্দীন আহমেদের স্মরণ সভায় একথা বলেন তিনি।

খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে জাতি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করি এবং করব, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। আর এই নির্বাচনটি যত দ্রুত সম্ভব হতে হবে। তাদের (অন্তর্বর্তী সরকারের) কারণে যদি আজকে মুখ থুবড়ে পরে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিলম্ব ঘটতে পারে। তাই আমরা আশা করব এ সরকার যে কমিশন করেছেন তার রিপোর্ট পাবার সাথে সাথে পরবর্তীতে যা করণীয় সেটা তারা করবেন।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। যদি তাদের কারণে মুখ থুবড়ে পড়ে গণতন্ত্র তাহলে আগের মতো অবস্থা হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করতে হবে। যে সমস্যা আছে তার জট খুলে ঠিক করতে হবে। দেশের মানুষের মনের কথা জানতে হবে।

তিনি বলেন, দীর্ঘ অনেক বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি। যে গণতন্ত্র একবা্র এনেছেন জিয়াউর রহমান। আরেকবার এনেছে্ন দেশনেত্রী খালেদা জিয়া। আর দীর্ঘ ১৬ বছর দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করে সর্বশেষ ছাত্রজনতার গণআন্দোলনের মধ্য দিয়ে আমরা পেয়েছি গণতন্ত্র। গণতন্ত্র যেভাবে অর্জিত হয়েছে তা আমাদের ধরে রাখতে হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরও জানান, অবিলম্বে সাগর রুনির হত্যার বিচার করতে হবে। গণতন্ত্র যেভাবে অর্জিত হয়েছে সেটা ধরে রাখতে হবে। যেভাবে অকাতরে প্রাণ দিয়েছে শহীদরা তাদের কথা মনে রেখে একত্রে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভার শুরুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সাইফুদ্দিন মণির জন্য দোয়া করা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবীব, দলটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, ডাকসুর সাবেক জিএস নাজিমুদ্দিন আলম, জাতীয়তাবাদের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।