সিন্ডিকেটদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ৩৫৪ বার পড়া হয়েছে
পণ্যের সিন্ডিকেট করে যারা দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার সন্ধ্যায় কারওয়ানবাজার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজার ব্যবস্থায় এখনও যারা সিন্ডিকেট করে কারসাজির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব পণ্যের সরবরাহ ঘাটতি আছে সেগুলোর সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে।
গত দুই মাসের দায়িত্ব গ্রহণের পর থেকে দ্রব্যমূল্যের দাম না কমাকে ব্যর্থতা হিসেবে মনে করেন না জানিয়ে উপদেষ্টা বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনা সৃষ্টির মাধ্যমে সবকিছুকেই নিয়ন্ত্রণে আনা হবে। বাজার নিয়ন্ত্রণ করার জন্য দুই মাস যথেষ্ট সময় না।
এসময় ডিমের বাজারের ঊর্ধ্বগতি নিয়েও কথা বলেন এই উপদেষ্টা।