গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা না করার নির্দেশনা
- আপডেট সময় : ১০:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ৩৬২ বার পড়া হয়েছে
শেখ হাসিনা সরকার পতনের আন্দোলন সংশ্লিষ্ট কোন ঘটনায় ছাত্র-জনতার বিরুদ্ধে মামলা ও গ্রেফতার নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এই আদেশের ফলে গত ১৫ই জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থানে সংশ্লিষ্ট ঘটনার জন্য ছাত্র-জনতার বিরুদ্ধে কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রার সূচনা হয়েছে।
এছাড়া, মিথ্যা-হয়রানিমূলক মামলা দায়েরের মাধ্যমে যারা অপতৎপরতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দেয়া হয়েছে। আলাদা আরেকটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। এতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, প্রতারণাসহ হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হত্যাসহ নানা ধরনের মামলা দেয়া হচ্ছে। এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা দায়েরকে ফৌজদারি অপরাধ হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।