ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

১৫ বছরের হত্যা-গুমের বিচার চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • / ৩৭৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ১৫ বছরে সকল হত্যা-গুমের বিচার করতে হবে বলে জানিয়েছেন বিএনপি’র সিনিয়র নেতারা। আজ সোমবার রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে, আওয়ামী লীগ সরকারের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

বিএনপির সিনিয়র নেতারা বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন প্রয়োজন।

গ্রেপ্তারের একদিনের মাথায় আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীকে জামিন দেয়ার প্রতিবাদে সোমবার রাজধানীর কদমতলা বালুর মাঠে বিক্ষোভ সমাবেশ করে সবুজবাগ, মুগদা, খিলগাঁও থানার শহীদ ও গুমের শিকার পরিবারের সদস্যরা।

এতে যোগ দিয়ে বিএনপি’র সিনিয়র নেতারা বলেন, আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে বিএনপির লাখ লাখ নেতাকর্মী মামলা ও হামলার শিকার হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে পনেরশ’র বেশি ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। কোনোভাবেই এসবের পেছনের কুশিলবদের ছাড় দেয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তারা।

এদিকে, দেশের ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ অবস্থা তুলে ধরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার জানমালের তোয়াক্কা করেনি বলে ডেঙ্গু কিংবা করোনায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। জনগণের স্বার্থে দ্রুত নির্বাচন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে যান বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। এসময় ক্ষতিগ্রস্তদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি।

পরে সাংবাদিকদের জাহিদ হোসেন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের ব্যবস্থা করবে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

১৫ বছরের হত্যা-গুমের বিচার চায় বিএনপি

আপডেট সময় : ১০:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

গত ১৫ বছরে সকল হত্যা-গুমের বিচার করতে হবে বলে জানিয়েছেন বিএনপি’র সিনিয়র নেতারা। আজ সোমবার রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে, আওয়ামী লীগ সরকারের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

বিএনপির সিনিয়র নেতারা বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন প্রয়োজন।

গ্রেপ্তারের একদিনের মাথায় আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীকে জামিন দেয়ার প্রতিবাদে সোমবার রাজধানীর কদমতলা বালুর মাঠে বিক্ষোভ সমাবেশ করে সবুজবাগ, মুগদা, খিলগাঁও থানার শহীদ ও গুমের শিকার পরিবারের সদস্যরা।

এতে যোগ দিয়ে বিএনপি’র সিনিয়র নেতারা বলেন, আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে বিএনপির লাখ লাখ নেতাকর্মী মামলা ও হামলার শিকার হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে পনেরশ’র বেশি ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। কোনোভাবেই এসবের পেছনের কুশিলবদের ছাড় দেয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তারা।

এদিকে, দেশের ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ অবস্থা তুলে ধরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার জানমালের তোয়াক্কা করেনি বলে ডেঙ্গু কিংবা করোনায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। জনগণের স্বার্থে দ্রুত নির্বাচন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে যান বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। এসময় ক্ষতিগ্রস্তদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি।

পরে সাংবাদিকদের জাহিদ হোসেন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের ব্যবস্থা করবে বিএনপি।