ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় অস্ট্রেলিয়ার ২০ লাখ পরিবার

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • / ৩৬৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করতে রীতিমতো হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়ার প্রায় ২০ লাখ পরিবার। অনেক পরিবারের প্রাপ্তবয়স্করা এক বেলা খাবার খাওয়া থেকে বিরত থাকছেন। দেশটির দাতব্য সংস্থা ফুডব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে অস্ট্রেলিয়ার ৩৪ লাখ পরিবার। আর মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে ২০ লাখ পরিবার। সন্তানদের ক্ষুধা থেকে রক্ষা করতে এই পরিবারগুলোর মা-বাবা অনেক সময় এক বেলা খাবার খাওয়া থেকে হয় বিরত থাকছেন অথবা সারাদিন না খেয়ে থাকছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির ৮ লাখ ৭০ হাজারেরও বেশি পরিবার যারা বছরে ৩০ হাজার অস্ট্রেলীয় ডলারের কম আয় করে তারাই এমন গুরুতর খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এ সংখ্যা ২০২২ সাল থেকে ৫ শতাংশ বেড়েছে।

ফুডব্যাংক অস্ট্রেলিয়ার বৃহত্তম ক্ষুধা ত্রাণ বিষয়ক দাতব্য সংস্থা। সংস্থাটি বলছে, একক অভিভাবকের পরিবারগুলো সবচেয়ে কষ্টে আছে। এ ধরনের দুই তৃতীয়াংশেরও বেশি পরিবার খাদ্য সংকট মোকাবিলা করছে।

ফুডব্যাংক অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিয়ানা কেইসি বলেন, ‘এই জীবনযাত্রার ব্যয় সংকটের শুরুতেই আমরা সতর্ক করেছিলাম যে সবসময় নিম্ন আয়ের পরিবারগুলোই প্রথম থেকে ভুগতে শুরু করে। তারা সবচেয়ে বাজে পরিস্থিতি মোকাবিলা করে এবং সবচেয়ে দীর্ঘদিন ধরে ভোগে। আমাদের প্রাপ্ত তথ্যে সেসব বিষয় নিশ্চিত হওয়া গেল।’

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাড়িভাড়া, বিদ্যুৎ বিল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে অনেকে অপরিহার্য মৌলিক খাদ্যও কাটছাট করতে বাধ্য হচ্ছে। তবে সম্প্রতি কিছু পরিবারে উন্নতির লক্ষণ দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

নিউজটি শেয়ার করুন

মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় অস্ট্রেলিয়ার ২০ লাখ পরিবার

আপডেট সময় : ১১:৫০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করতে রীতিমতো হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়ার প্রায় ২০ লাখ পরিবার। অনেক পরিবারের প্রাপ্তবয়স্করা এক বেলা খাবার খাওয়া থেকে বিরত থাকছেন। দেশটির দাতব্য সংস্থা ফুডব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে অস্ট্রেলিয়ার ৩৪ লাখ পরিবার। আর মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে ২০ লাখ পরিবার। সন্তানদের ক্ষুধা থেকে রক্ষা করতে এই পরিবারগুলোর মা-বাবা অনেক সময় এক বেলা খাবার খাওয়া থেকে হয় বিরত থাকছেন অথবা সারাদিন না খেয়ে থাকছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির ৮ লাখ ৭০ হাজারেরও বেশি পরিবার যারা বছরে ৩০ হাজার অস্ট্রেলীয় ডলারের কম আয় করে তারাই এমন গুরুতর খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এ সংখ্যা ২০২২ সাল থেকে ৫ শতাংশ বেড়েছে।

ফুডব্যাংক অস্ট্রেলিয়ার বৃহত্তম ক্ষুধা ত্রাণ বিষয়ক দাতব্য সংস্থা। সংস্থাটি বলছে, একক অভিভাবকের পরিবারগুলো সবচেয়ে কষ্টে আছে। এ ধরনের দুই তৃতীয়াংশেরও বেশি পরিবার খাদ্য সংকট মোকাবিলা করছে।

ফুডব্যাংক অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিয়ানা কেইসি বলেন, ‘এই জীবনযাত্রার ব্যয় সংকটের শুরুতেই আমরা সতর্ক করেছিলাম যে সবসময় নিম্ন আয়ের পরিবারগুলোই প্রথম থেকে ভুগতে শুরু করে। তারা সবচেয়ে বাজে পরিস্থিতি মোকাবিলা করে এবং সবচেয়ে দীর্ঘদিন ধরে ভোগে। আমাদের প্রাপ্ত তথ্যে সেসব বিষয় নিশ্চিত হওয়া গেল।’

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাড়িভাড়া, বিদ্যুৎ বিল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে অনেকে অপরিহার্য মৌলিক খাদ্যও কাটছাট করতে বাধ্য হচ্ছে। তবে সম্প্রতি কিছু পরিবারে উন্নতির লক্ষণ দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।