হাথুরুসিংহেকে অব্যাহতি, নতুন কোচ ফিল সিমন্স
- আপডেট সময় : ১০:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- / ৩৬৩ বার পড়া হয়েছে
মেয়াদ পূর্তির আগেই চন্ডিকা হাথুুরুসিংহেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে। মঙ্গলবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বাংলাদেশ দলের সঙ্গে প্রথম মেয়াদে হাথুরু কাজ করেন ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত। সেবার সাউথ আফ্রিকা সিরিজ শেষে নিজেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন বিসিবিতে। হন নিজ দেশ শ্রীলঙ্কার কোচ।
পরে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর আবার ফেরেন বাংলাদেশ। আরেকটি সাউথ আফ্রিকা সিরিজের আগে তাকে বরখাস্ত করল বিসিবি। তাকে পাঠিয়েছে শোকজ নোটিশও।
২০২৩ বিশ্বকাপের মূল্যায়ন রিপোর্ট বিশ্লেষণ করে বিসিবির মনে হয়েছে, জাতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে হাথুরু অসদাচরণ করেছেন।
দলের সিনিয়র ক্রিকেটারদের বিভেদে ভূমিকা রাখারও অভিযোগ আছে এ কোচের বিরুদ্ধে। হাথুরুসিংহের মেয়াদ ছিল আগামী ফেব্রুয়ারিতে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।