ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • / ৩৭৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে মেয়েরা। আজ মঙ্গলবার সকাল ১১টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের মিলনায়তনে ফলাফল প্রকাশ করেন চেয়ারম্যান ড. নিজামুল করিম। এই ফলাফলে এড়িয়ে রয়েছেন মেয়েরা।

ফলাফল অনুযায়ী দেখা যায়, কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০২৪ সালে ১ লাখ ১২ হাজার ৩১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ৭৯ হাজার ৯০৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। এতে জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৯২২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মেয়ে ৪ হাজার ৯৫৪ জন এবং ছেলে ২ হাজার ৯৬৮ জন। ছেলেদের তুলনায় মেয়েরা প্রায় দ্বিগুণ জিপিএ ৫ বেশি পেয়েছেন। এ ছাড়া পাসের হারেও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। ছেলেদের পাসের হার ৬৭ দশমিক ৭৪ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৭০ শতাংশ।

জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ছয় জেলায় শতভাগ পাস করেছে ১০টি কলেজ। কোনো শিক্ষার্থী পাস করেননি এমন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৪টি।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরের তুলনায় এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে কম। বোর্ড কর্তৃপক্ষের দাবি, জুলাইয়ের গণআন্দোলন এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে এইচএসসির ফলাফলে।

মঙ্গলবার ১১টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের মিলনায়তনে ফলাফল প্রকাশ করেন চেয়ারম্যান ড. নিজামুল করিম। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আছাদুজ্জামান, উপপরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. নিজামুল করিম বলেন, ‘এ বছর ১ লাখ ১২ হাজার ৩১২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৯ হাজার ৯৫ জন। ছেলেদের তুলনায় মেয়েদের ফলাফল ভালো। শতভাগ পাসের দিক দিয়ে এগিয়ে থাকা অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান কুমিল্লার বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজ।’

নিউজটি শেয়ার করুন

কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

আপডেট সময় : ০১:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে মেয়েরা। আজ মঙ্গলবার সকাল ১১টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের মিলনায়তনে ফলাফল প্রকাশ করেন চেয়ারম্যান ড. নিজামুল করিম। এই ফলাফলে এড়িয়ে রয়েছেন মেয়েরা।

ফলাফল অনুযায়ী দেখা যায়, কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০২৪ সালে ১ লাখ ১২ হাজার ৩১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ৭৯ হাজার ৯০৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। এতে জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৯২২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মেয়ে ৪ হাজার ৯৫৪ জন এবং ছেলে ২ হাজার ৯৬৮ জন। ছেলেদের তুলনায় মেয়েরা প্রায় দ্বিগুণ জিপিএ ৫ বেশি পেয়েছেন। এ ছাড়া পাসের হারেও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। ছেলেদের পাসের হার ৬৭ দশমিক ৭৪ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৭০ শতাংশ।

জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ছয় জেলায় শতভাগ পাস করেছে ১০টি কলেজ। কোনো শিক্ষার্থী পাস করেননি এমন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৪টি।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরের তুলনায় এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে কম। বোর্ড কর্তৃপক্ষের দাবি, জুলাইয়ের গণআন্দোলন এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে এইচএসসির ফলাফলে।

মঙ্গলবার ১১টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের মিলনায়তনে ফলাফল প্রকাশ করেন চেয়ারম্যান ড. নিজামুল করিম। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আছাদুজ্জামান, উপপরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. নিজামুল করিম বলেন, ‘এ বছর ১ লাখ ১২ হাজার ৩১২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৯ হাজার ৯৫ জন। ছেলেদের তুলনায় মেয়েদের ফলাফল ভালো। শতভাগ পাসের দিক দিয়ে এগিয়ে থাকা অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান কুমিল্লার বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজ।’