দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এ বছর অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২০টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি। গত বছরের এই শিক্ষাবোর্ডের অধীনে কোনো শিক্ষার্থী পাস না করা কলেজের সংখ্যা ছিল ১৬টি।
দিনাজপুর শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার ৬টি, ঠাকুরগাঁও জেলার ৫টি, দিনাজপুর জেলার ৩টি, রংপুর জেলার ২টি, কুড়িগ্রাম জেলার ২টি, নীলফামারী জেলার ১টি এবং গাইবান্ধা জেলার ১টি কলেজ থেকে কেউ পাস করেনি।
এ বিষয়ে দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক স ম আব্দুস সামাদ আজাদ জানান, শিক্ষাবোর্ড থেকে আমরা শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিস দিয়ে থাকি। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে।
কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শামছুল আলম বলেন, ‘শতভাগ ফেল করার বিষয়টি দুঃখজনক। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার মান নষ্ট করছে। আমি চাই সরকার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করুক। শিক্ষা মন্ত্রণালয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
পাসের হার বিবেচনায় দিনাজপুর বোর্ড গত বছরের থেকে এ বছর এগিয়ে রয়েছে। ২০২৩ সালে এই বোর্ডের শিক্ষার্থীদের পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৮ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৫৬ শতাংশে।