ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘সুষ্ঠু নির্বাচনের জন্যই ড. ইউনূসের সরকারকে ক্ষমতায় বসানো’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • / ৩৬০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। জনগণ তাদের সঙ্গে আছে। তারপরেও জনগণের ন্যায্য পাওনা ভোটাধিকার কবে দেবেন, এটা বলতে দ্বিধা কেন? কী কারণে নির্বাচন কমিশন এখনও বহাল তবিয়তে বসে আছে, কী নির্বাচনি সংস্কার করবেন, কাকে নিয়ে সংস্কার করবেন? সংস্কার করতে হলে আপনাকে (ড. ইউনূস) রাজনীতিবিদদের পরামর্শ নিতে হবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হাসিনা সরকার কর্তৃক পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার শহীদ নাসির উদ্দিন পিন্টুসহ সকল শহীদের বিচারের দাবিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় সরকারের উদ্দেশে বলেন, জানা- অজানা হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে শুধুমাত্র একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে। অন্যকিছুর জন্য বসানো হয়নি। নির্বাচনটা সঠিকভাবে হওয়ার দিকে নজর দেন। সে নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনাদের সমস্যা কোথায়। অন্য কেউ ক্ষমতায় আসলেও সমস্যা কোথায়। আপনাদের ঘাড়ে চেপে বসে আছে শেখ হাসিনার পরিত্যক্ত সব আমলা ও প্রেতাত্মারা। তারা দেশ চালাচ্ছে আর আপনারা সংস্কারের গল্প শুনিয়ে শুনিয়ে মানুষের দৃষ্টি ভঙ্গিকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের প্রেতাত্মাদের পরিষ্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করেন।

তিনি বলেন, নির্বাচন দিতে দেরি হলে জনগণ আবার রাজপথে নামতে দ্বিধা করবে না। নির্বাচন কবে হবে তা নিয়ে দেশের মানুষের মধ্যে শঙ্কা রয়েছে। অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সংস্কারের নামে সবাইকে খুশি করতে গিয়ে অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র হত্যা না করার আহ্বানও জানান গয়েশ্বর।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, জাতির জন্য নাসির উদ্দিন পিন্টু নিজের জীবন দিয়েছেন। তিনি অনেক সাহসী ছিলেন। পরিকল্পিতভাবে পিন্টুকে হত্যা করা হয়েছে। গণতন্ত্র, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য পিন্টু জীবন দিয়েছেন। বিডিআর হত্যাকাণ্ড হলো একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মূল হচ্ছে শেখ হাসিনা। আমরা পিন্টু হত্যার বিচার চাই।

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নাসির উদ্দিন পিন্টুকে শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে মেরে ফেলা হয়েছে। আমরা পিন্টু হত্যার বিচার চাই। আমরা ন্যায় বিচার চাই। নাসির উদ্দিন পিন্টুর মৃত্যু দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক ব্যথিত হয়েছেন। বিএনপির পক্ষ থেকে সবরকমের সহযোগিতা করা হবে।

তিনি আরো বলেন, আজকে আওয়ামী লীগ নামক দলকে আল্লাহ মৃত্যুর দরজায় নিয়ে গেছে। ক্ষমতার অহংকারে যে হাসিনা ও তার দলবল দেশের মানুষের উপর নির্যাতন, অত্যাচার করছে মাত্র কয়েক ঘন্টার ভেতরে তাদেরকে আল্লাহ ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

‘সুষ্ঠু নির্বাচনের জন্যই ড. ইউনূসের সরকারকে ক্ষমতায় বসানো’

আপডেট সময় : ১০:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। জনগণ তাদের সঙ্গে আছে। তারপরেও জনগণের ন্যায্য পাওনা ভোটাধিকার কবে দেবেন, এটা বলতে দ্বিধা কেন? কী কারণে নির্বাচন কমিশন এখনও বহাল তবিয়তে বসে আছে, কী নির্বাচনি সংস্কার করবেন, কাকে নিয়ে সংস্কার করবেন? সংস্কার করতে হলে আপনাকে (ড. ইউনূস) রাজনীতিবিদদের পরামর্শ নিতে হবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হাসিনা সরকার কর্তৃক পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার শহীদ নাসির উদ্দিন পিন্টুসহ সকল শহীদের বিচারের দাবিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় সরকারের উদ্দেশে বলেন, জানা- অজানা হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে শুধুমাত্র একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে। অন্যকিছুর জন্য বসানো হয়নি। নির্বাচনটা সঠিকভাবে হওয়ার দিকে নজর দেন। সে নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনাদের সমস্যা কোথায়। অন্য কেউ ক্ষমতায় আসলেও সমস্যা কোথায়। আপনাদের ঘাড়ে চেপে বসে আছে শেখ হাসিনার পরিত্যক্ত সব আমলা ও প্রেতাত্মারা। তারা দেশ চালাচ্ছে আর আপনারা সংস্কারের গল্প শুনিয়ে শুনিয়ে মানুষের দৃষ্টি ভঙ্গিকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের প্রেতাত্মাদের পরিষ্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করেন।

তিনি বলেন, নির্বাচন দিতে দেরি হলে জনগণ আবার রাজপথে নামতে দ্বিধা করবে না। নির্বাচন কবে হবে তা নিয়ে দেশের মানুষের মধ্যে শঙ্কা রয়েছে। অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সংস্কারের নামে সবাইকে খুশি করতে গিয়ে অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র হত্যা না করার আহ্বানও জানান গয়েশ্বর।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, জাতির জন্য নাসির উদ্দিন পিন্টু নিজের জীবন দিয়েছেন। তিনি অনেক সাহসী ছিলেন। পরিকল্পিতভাবে পিন্টুকে হত্যা করা হয়েছে। গণতন্ত্র, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য পিন্টু জীবন দিয়েছেন। বিডিআর হত্যাকাণ্ড হলো একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মূল হচ্ছে শেখ হাসিনা। আমরা পিন্টু হত্যার বিচার চাই।

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নাসির উদ্দিন পিন্টুকে শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে মেরে ফেলা হয়েছে। আমরা পিন্টু হত্যার বিচার চাই। আমরা ন্যায় বিচার চাই। নাসির উদ্দিন পিন্টুর মৃত্যু দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক ব্যথিত হয়েছেন। বিএনপির পক্ষ থেকে সবরকমের সহযোগিতা করা হবে।

তিনি আরো বলেন, আজকে আওয়ামী লীগ নামক দলকে আল্লাহ মৃত্যুর দরজায় নিয়ে গেছে। ক্ষমতার অহংকারে যে হাসিনা ও তার দলবল দেশের মানুষের উপর নির্যাতন, অত্যাচার করছে মাত্র কয়েক ঘন্টার ভেতরে তাদেরকে আল্লাহ ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে।