ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আবারও দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইলেন বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • / ৩৬২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন আয়োজন করা উল্লেখ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি’র সিনিয়র নেতারা। মঙ্গলবার রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে তারা, সরকারের উপদেষ্টাদের সীমার মধ্যে থেকে জনআকাঙ্খা বাস্তবায়ন করার আহবান জানান। এছাড়াও গুম-খুনের হোতাদের দ্রুত বিচার করার দাবি জানিয়েছেন বিএনপি’র নীতি নির্ধারক নেতারা।

জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার ‘গণ-অভ্যুত্থান, জন আকাঙ্খা : রাষ্ট্র মেরামতের প্রস্তাবনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। এতে যোগ দিয়ে বিএনপি’র সিনিয়র নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের দুই মাসে দিনদিন হতাশা তৈরি হচ্ছে। মানুষের আকাঙ্খাকে গুরুত্ব না দিয়ে উপদেষ্টাদের অনেকে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার চিন্তা করছেন বলেও মন্তব্য করেন তারা। অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।

এদিকে, নিজের অভিজ্ঞতা তুলে ধরতে সকালে, রাজধানীর গুলশানে, গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যালয়ে যান বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সেখানে নিজের গুম হওয়ার ঘটনা লিপিবদ্ধ করেন তিনি। পরে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ জানান, দেশ থেকে গুম ও খুনের সংস্কৃতি আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে।

এছাড়া উত্তরার আজমপুর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার তাদের দেড় দশকের শাসনামলে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আবারও দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইলেন বিএনপি নেতারা

আপডেট সময় : ১০:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন আয়োজন করা উল্লেখ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি’র সিনিয়র নেতারা। মঙ্গলবার রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে তারা, সরকারের উপদেষ্টাদের সীমার মধ্যে থেকে জনআকাঙ্খা বাস্তবায়ন করার আহবান জানান। এছাড়াও গুম-খুনের হোতাদের দ্রুত বিচার করার দাবি জানিয়েছেন বিএনপি’র নীতি নির্ধারক নেতারা।

জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার ‘গণ-অভ্যুত্থান, জন আকাঙ্খা : রাষ্ট্র মেরামতের প্রস্তাবনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। এতে যোগ দিয়ে বিএনপি’র সিনিয়র নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের দুই মাসে দিনদিন হতাশা তৈরি হচ্ছে। মানুষের আকাঙ্খাকে গুরুত্ব না দিয়ে উপদেষ্টাদের অনেকে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার চিন্তা করছেন বলেও মন্তব্য করেন তারা। অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।

এদিকে, নিজের অভিজ্ঞতা তুলে ধরতে সকালে, রাজধানীর গুলশানে, গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যালয়ে যান বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সেখানে নিজের গুম হওয়ার ঘটনা লিপিবদ্ধ করেন তিনি। পরে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ জানান, দেশ থেকে গুম ও খুনের সংস্কৃতি আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে।

এছাড়া উত্তরার আজমপুর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার তাদের দেড় দশকের শাসনামলে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে গিয়েছিল।