উয়েফা নেশন্স লিগে ইতালি, ফ্রান্স ও জার্মানির জয়
- আপডেট সময় : ১২:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- / ৩৬২ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স লিগ ফুটবলে রাতের আলাদা খেলায় জয় পেয়েছে ইতালি, ফ্রান্স ও জার্মানি। ঘরের মাঠে স্বাগতিক ইতালি ৪-১ গোলে হারিয়েছে ইসরাইলকে। ফ্রান্স ২-১ গোলের জয় পেয়েছে স্বাগতিক বেলজিয়ামের বিপক্ষে। আর নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক জার্মানি।
বড় জয় দিয়ে নিজেদের গ্রুপ- এ-টু’এর শীর্ষ স্থানে উঠেছে স্বাগতিক ইতালি। উদিনির ব্লুয়েনার্জি স্টেডিয়ামে ইতালি ৪-১ গোলে হারিয়েছে ইসরাইলকে। ঘরের মাঠে খেলার শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে আজ্জুরিরা। প্রথমার্ধে মাটেও র্যাটেগুয়ির পেনাল্টিতে করা গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালি।
দ্বিতীয়ার্ধে খেরতে নেমে আক্রমণের ধাড় বাড়ায় স্বাগতিকরা। দলের পক্ষে জোড়া গোল করেন জিওভানি ডি লরেঞ্জো। আর একটি গোল করেছেন ড্যাভিডে ফ্রাত্তেসি।
এদিকে, মোহাম্মদ ফান্নির একমাত্র গোলে ইসরাইল ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়াতে ব্যর্থ হয় সফরকারিরা। আর ৪-১ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ইতালি। চলতি আসরের ৪টি ম্যাচের কোনটিতেই জয় না পাওয়ায় ই গ্রুপের শেষ দল ইসরাইল।
একি গ্র“পের আরেক খেলায় ব্রাসেলসে স্বাগতিক বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ফরাসিদের পক্ষে দুটি গোরই করেছে র্যানডেল কোলো মুয়ানি। বেলজিয়ামের পক্ষে গোল করেছেন লোইস ওপেন্ডা। ৯ পয়েন্ট নিয়ে গ্র“পের দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স আর তৃতীয় স্থানে আছে বেলজিয়াম।
অন্যদিকে, মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গ্রুপ- এ-থ্রি’এর খেলায় নেদারল্যান্ডসকে হারিয়ে এখন পর্যন্ত অপরাজিতই রইলো স্বাগতিক জার্মানি। ডাচদেরকে জার্মানরা হারিয়েছে ১-০ গোলে। স্বাগতিকদের পক্ষে একমাত্র জয় সুচক গোলটি করেছেন এই খেলাতেই অভিষেক হওয়া তরুণ মিডফিল্ডার জেমি লেওয়েলিং। সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে জার্মানি।