ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গণহত্যায় জড়িত সাংবাদিকরাও ছাড় পাবে না: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • / ৩৬৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সবার বিচার হবে, ছাড় পাবেন না জড়িত সাংবাদিকরাও। তবে, সুবিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এদিকে, চিফ প্রসিকিউটর জানিয়েছেন বৃহস্পতিবার থেকেই শুরু হবে ট্রাইব্যুনালের বিচার কাজ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালে আসেন নব নিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারসহ ট্রাইব্যুনালের তিন বিচারক। এদিন‌ আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করলেও প্রথা অনুযায়ী বুধবার তাদের স্বাগত জানাবে প্রসিকিউশন টিম। এরপর বৃহস্পতিবার থেকে শুরু হবে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া।

বিকেলে ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। যেসব সাংবাদিক মানবতাবিরোধী অপরাধে সহযোগিতা করেছেন তারাও ছাড় পাবেন না। তবে, সুবিচার পাবেন সবাই।

বৃহস্পতিবার বিচার কাজ শুরু হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ‌ হাসিনাসহ প্রধান আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হতে পারে বলে জানা‌ গেছে। সংস্কার শেষে ১ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করা হবে।

নিউজটি শেয়ার করুন

গণহত্যায় জড়িত সাংবাদিকরাও ছাড় পাবে না: আসিফ নজরুল

আপডেট সময় : ১০:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সবার বিচার হবে, ছাড় পাবেন না জড়িত সাংবাদিকরাও। তবে, সুবিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এদিকে, চিফ প্রসিকিউটর জানিয়েছেন বৃহস্পতিবার থেকেই শুরু হবে ট্রাইব্যুনালের বিচার কাজ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালে আসেন নব নিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারসহ ট্রাইব্যুনালের তিন বিচারক। এদিন‌ আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করলেও প্রথা অনুযায়ী বুধবার তাদের স্বাগত জানাবে প্রসিকিউশন টিম। এরপর বৃহস্পতিবার থেকে শুরু হবে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া।

বিকেলে ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। যেসব সাংবাদিক মানবতাবিরোধী অপরাধে সহযোগিতা করেছেন তারাও ছাড় পাবেন না। তবে, সুবিচার পাবেন সবাই।

বৃহস্পতিবার বিচার কাজ শুরু হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ‌ হাসিনাসহ প্রধান আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হতে পারে বলে জানা‌ গেছে। সংস্কার শেষে ১ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করা হবে।