দুর্নীতি ও অনিয়মে অভিযুক্ত বিচারপতিদের চায়ের আমন্ত্রণ প্রধান বিচারপতির
- আপডেট সময় : ০১:৫৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ৩৫৬ বার পড়া হয়েছে
হাইকোর্টের ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিভিন্ন অভিযোগ ওঠায় আজ (বুধবার, ১৬ অক্টোবর) তাদের আমন্ত্রণ জানানো হয়।
জানা গেছে, এই ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এই বিচারপতিরা বিচারিক ক্ষমতা হারাবেন নাকি আপাতত ছুটিতে পাঠানো হবে সেটি নিশ্চিত নয় এখনও।
এদিকে, আওয়ামীপন্থি বিচারকদের পদত্যাগের দাবিতে আজ হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম সকাল থেকে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন। কর্মসূচি ঘিরে সকাল থেকে হাইকোর্টসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অন্যদিকে, দুর্নীতিগ্রস্ত ও আওয়ামী পক্ষপাতিত্বে অভিযুক্ত বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে অবস্থান নিয়ে বিচারপতির বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। বিচারপতিদের অপসারণের দাবিতে মিছিলের একটি অংশ মাজার গেট দিয়ে ভেতরে ঢুকেছে বলে জানা গেছে।