ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ২৩
- আপডেট সময় : ০১:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ৩৭২ বার পড়া হয়েছে
ইসরায়েলি বিমান হামলায় লেবাননে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
লেবাননের সরকারি পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ ও পূর্ব লেবাননের কয়েকটি অঞ্চলে ধারাবাহিক বিমান হামলায় মঙ্গলবার (১৫ অক্টোবর) কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছেন।
লেবাননের সরকারি বার্তাসংস্থা জানিয়েছে, লেবাননের নাবাতিহ, বিনতে জবেইল এবং মারজায়ুন জেলাগুলোর পাশাপাশি টায়ার ও জেজিনকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে। অন্যদিকে পূর্ব লেবাননে জাহলে এবং পশ্চিম বেকা জেলায় বিমান হামলা হয়।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত ২,৩৫০ জন নিহত হয়েছে। একইসঙ্গে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে লেবাননের দক্ষিণ এবং পূর্বের কিছু অংশে এক মিলিয়নেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।