জুলাই-সেপ্টেম্বরে সরকারের ব্যাংক ঋণ বেড়ে দ্বিগুণ

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:৩২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ৪১০ বার পড়া হয়েছে

জুলাই-সেপ্টেম্বরে সরকারের ব্যাংক ঋণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এসময় সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বিভিন্ন মেয়াদি ট্রেজারি বিল ও বন্ড বিক্রির মাধ্যমে ৪৭ হাজার ২০৯ কোটি টাকা ধার করেছে।
গত অর্থবছরের একই সময় শেষে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ধার ছিল ২৪ হাজার ৪৭৪ কোটি টাকা।
রাজস্ব আয় কম হওয়ায় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ধার বা ঋণ নেওয়ার পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে।
তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ধার নিয়ে মূলত কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধ করছে সরকার।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধ করা হয়েছে ৪২ হাজার ৭৯৪ কোটি টাকা।