ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নিম্নচাপে পরিণত লঘুচাপ, বন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / ৩৭২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল মঙ্গলবার এটি নিম্নচাপে পরিণত হয়। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (২) সংস্থাটি এসব তথ্য জানিয়েছে।

সাধারণত লঘুচাপের পর সেটি নিম্নচাপে পরিণত হয়। এরপর তা গভীর নিম্নচাপে পরিণত হয়। সাধারণত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। তবে অনেকসময় গভীর নিম্নচাপেই এটি শেষ হয়ে যায়।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, এই নিম্নচাপটি নিম্নচাপ আকারেই উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় হওয়ার শঙ্কা আপাতত নেই।

নিউজটি শেয়ার করুন

নিম্নচাপে পরিণত লঘুচাপ, বন্দরে সতর্কতা

আপডেট সময় : ০২:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল মঙ্গলবার এটি নিম্নচাপে পরিণত হয়। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (২) সংস্থাটি এসব তথ্য জানিয়েছে।

সাধারণত লঘুচাপের পর সেটি নিম্নচাপে পরিণত হয়। এরপর তা গভীর নিম্নচাপে পরিণত হয়। সাধারণত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। তবে অনেকসময় গভীর নিম্নচাপেই এটি শেষ হয়ে যায়।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, এই নিম্নচাপটি নিম্নচাপ আকারেই উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় হওয়ার শঙ্কা আপাতত নেই।