সংস্কারের অভাবে বগুড়া সদর পৌরসভার বেশীরভাগ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পৌরসভার বহু সড়কে কার্পেটিং উঠে গেছে, সৃষ্টি হয়েছে খানাখন্দের। এতে একটু বৃষ্টিতেই রাস্তাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, বাড়ে জনভোগান্তি। ভাঙা রাস্তায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। দুর্ভোগের অবসানে দ্রুত সড়কগুলো মেরামতের দাবী জানিয়েছে স্থানীয়রা।
দেশের অন্যতম প্রাচীন জনপদ বগুড়া সদর পৌরসভায় ১০ লাখ মানুষের বাস। তবে বর্তমানে জনবহুল এই পৌরসভাটির বাসিন্দাদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। পৌরসভার প্রতিটি এলাকার অধিকাংশ সড়কেই উঠে গেছে কার্পেটিং। সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। খানাখন্দে ভরা এসব সড়কে ধুঁকে ধুঁকে চলছে যানবাহন। প্রায়ই ঘটে দুর্ঘটনা।
হালকা বৃষ্টিতেই খানাখন্দে ভরা এই সড়কগুলোতে পানি জমে যায়। পাশাপশি যানজটের সমস্যা তো আছেই। এতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরসভা বাসিন্দাদের।
প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় সড়কগুলো সংস্কার করা যাচ্ছেনা বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। তবে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রকল্প হাতে নেয়ার আশ্বাস দিয়েছেন বগুড়া পৌরসভা প্রশাসক মাসুম আলী বেগ। ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া পৌরসভার সড়ক যোগাযোগে দুরাবস্থা দ্রুত সমাধান হবে বলে প্রত্যাশা পৌরবাসীর।