ঢাকা ১২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশ-মিয়ানমার সমস্যার দ্রুত সমাধান চায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / ৩৬৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমারের রাষ্ট্রদূত শো মোয়ে। সাক্ষাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর টেকসই প্রত্যাবাসনসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। আজ (বুধবার, ১৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের মধ্যে এ সাক্ষাৎ হয়।

পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূতকে জোর দিয়ে বলেন, বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক সম্পর্কের চ্যালেঞ্জগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করার জোরালো আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি বাংলাদেশে ৪০ হাজারের বেশি মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশের বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মিয়ানমারের রাষ্ট্রদূত তাদের অভ্যন্তরীণ সংঘাতের কারণে সৃষ্ট অসুবিধাগুলি স্বীকার করে বলেছেন, বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রত্যাবাসনের দিকে প্রচেষ্টা অভ্যন্তরীণ সমস্যার কারণে বিলম্বিত হচ্ছে।

এ সময় তারা দ্বিপাক্ষিক বাণিজ্য শক্তিশালীকরণ, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ঢাকা ও ইয়াঙ্গুনের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার বিষয়েও আলোচনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-মিয়ানমার সমস্যার দ্রুত সমাধান চায় ঢাকা

আপডেট সময় : ০৭:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমারের রাষ্ট্রদূত শো মোয়ে। সাক্ষাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর টেকসই প্রত্যাবাসনসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। আজ (বুধবার, ১৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের মধ্যে এ সাক্ষাৎ হয়।

পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূতকে জোর দিয়ে বলেন, বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক সম্পর্কের চ্যালেঞ্জগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করার জোরালো আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি বাংলাদেশে ৪০ হাজারের বেশি মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশের বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মিয়ানমারের রাষ্ট্রদূত তাদের অভ্যন্তরীণ সংঘাতের কারণে সৃষ্ট অসুবিধাগুলি স্বীকার করে বলেছেন, বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রত্যাবাসনের দিকে প্রচেষ্টা অভ্যন্তরীণ সমস্যার কারণে বিলম্বিত হচ্ছে।

এ সময় তারা দ্বিপাক্ষিক বাণিজ্য শক্তিশালীকরণ, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ঢাকা ও ইয়াঙ্গুনের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার বিষয়েও আলোচনা করেছেন।